নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

*** তেতুল তত্ব ও ফেসবুক ** সাবধান, নিজেই বোন,বউ,ভাবি পাশের বাড়ির পোলার লগে কথা কইলে গায়ে হাত তুলবেন না । **

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৩৮

মাশাল্লা, আল্লাহ্ চিজ বানাইছে একখান । যেহানেই যায় একেবারে হট কেক । জ্বি, আমি হাট হাজারীর হুজুরের তেতুল খ্যাত মাইয়া মানুষের কথা কইতাছি । তেতুল কইলে আবার তেনাগো ইজ্জতে লাগে । ফালোয়ার (ফ্লাওয়ার) কইলে লাগে না । ফালোয়ারে ভ্রমন গুন গুন করে । অন্যদিকে তেতুলে মাছি ভন ভন করে, তাও আবার একেবারে লুইচ্চা মাছি । তবে তেতুলে ভাইটামিন আছে ফালোয়ার নাই ।

তেতুল খ্যাত নারী যদি প্রযুক্তির কল্যানে ফেসবুকের একটা আইডি খুলতে পারে তাইলেই হইচ্ছে । কচলা-কচলি শুরু কইরা দেয় । যেন এক্কেবারে সক্রেটিসের মায়ের পেটের খালাতো বোইন । করবোই না কেন তেতুল খাওন আর দেহোনের পোলাগো তো অভাব হয় না । আবাল থেকে বুড়া সবাই তো ফ্রেন্ড রিকোয়েস্ট আর ম্যাসেজ নিয়া রেডি ।

একটা ছবি পোস্ট দিলেই লাইক , কমেন্ট,ম্যাজেজ, ফে্ন্ড রিকোয়েস্ট কতো কি । পোলারা একেবারে ঢাইলা দেয় ।কিছু আছে মিচকা শয়তান মুখে আপু , মিস ম্যাডাম আর আন্তরে কিন্তু ওমরেশ পুরির তালতো ভাই । পারলে তেতুল গাছ পযর্ন্ত খাইয়া ফেলে । হাতের কাছে পাইলে রক্ষা নাই । তবে আশার কথা হইল এই সব ফেসবুকি পোলারা বেশ বুদ্ধিমান । সব সময় লাইক দেয় ভায়ে ভায়ে কমেন্ট করে । হুজুরগো গাইল পারে । নারী স্বাধীনতা লইয়া চিল্লায় । অথচ নিজের বোন,বউ, ভাবী পাশের বাড়ির জোওয়ান পোলার লগে কথা কইলে এরা মেয়ে মানুষের শরীরেরও হাত তুলতে দেরি করে না । এই জাতিয় তেতুল খোররা বেশ বুদ্ধিমান কখনই তেতুলের গাছে জোরে নাড়াচারা দেয় না । খাইতে না পারলেও তো দেহন যায় । এই আমেজে থাকে ।

যাই হোক আলস কথায় চলে আসি । আমি তেতুলের ব্যবসায় নামি নাই যে পুরাডা সময় তেতুল লইয়া প্যাচাল পারুম । যা কইতে চাইছিলাম । তেতুল দেখলে যেমন মুখে পানি আসে তেমনি ফেসবুকে আউলা জাউলা মাইয়া মানুষ দেখলেও কারো কারো মুখে পানি আইতে পারে । মাথা সফা কিরকিরা হইতে পারে । কেউ যদি মনে করে থাকেন – আপনারা যা ইচ্ছে তাই লিখবেন, আমি কি হনুরে ভাব মারবেন যা ইচ্ছা দেহাইবেন আর অন্যরা সবাই কমেন্টের পর কমেন্ট করবো লালা ফেলবো । তাইলে ভুল ভাবছেন । মনে রাখা উচিত সবাই ফুটপাতের তেতুল খায় না । কাজের বুয়া যদি লটারী পায় তবুও সে কাজের বুয়াই থাকে । আমার ফ্রেন্ড লিস্টে এমন কোন মাইয়া থাকলে নিজ দায়িত্বে বিদায় নেন । ফুটপাতের পাশের তেতুল আর কাজের বুয়ায় আমার কোন ইন্টারেস্ট নাই । নারীদের আমি তেতুল হিসাবে দেখি না – কেননা আমি আমার মা,মেয়ে,আর নারী জাতিকে সন্মান করি ।

সংবিধিবদ্ধ সর্তকি করণ :- এ লেখাটি সকল নারীর জন্য প্রযোজ্য নয় । মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে নারীকে সন্মান করতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.