নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
জামাত শিবিরের হুমকির কাছে আবারও বিচারের বাণী নীরবে কাঁদছে । তা না হলে সাঈদীর মতো একজন ভণ্ড, প্রতারক চিহ্নিত যুদ্ধাপরাধীর মৃত্যুর রায় না হয়ে আমৃত্যু কারাদণ্ড হয় । আপিল বিভাগের এ রায়ের তীব্র প্রতিবাদ করছি ।
৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের মাটিতে সাঈদীর মতো যুদ্ধাপরাধীদের আমৃত্যু লালন পালনের দায়িত্ব এ দেশের মানুষ নেবে না । কিছুতেই না । সামান্য এ রায়ের জন্য ৪০ বছর অপেক্ষা করার কোন প্রয়োজন ছিল না । সরকার যদি ভেবে থাকে সাঈদীর প্রতি করুণা দেখালে ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী হবে । তবে তা ভুল । প্রয়োজনে সরকারেরও বিচার করা হবে । ইতিহাস কাউকে ক্ষমা করে না । প্রচন্ড হতাশা থেকেও বলছি - সাঈদীর আমৃত্যু কারাদণ্ড , আওয়ামীলীগের পরাজয়, জাতির নয় ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১২
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এটা আওয়ামীলিগের পরাজয় না, পরিকল্পিত। সাঈদীর ফাঁসি দিতে গেলে দেশে যে গ্যান্জাম লাগতো, সরকার সেটা সামাল দিতে পারতোনা। এজন্য এই ব্যবস্থা। এটাও খারাপ না।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এই পরিকল্পনা করা কি বেচে থাকা যাবে ? যাবে না .
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৮
ই- নাগরিক বলেছেন: কি জামানা আসলো। আজকাল আমৃত্যু কারাদন্ডকেও কোন সাজাই মনে করছেন না কেউ কেউ!!!!!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এটা ডিপেন্ড করে কার অপরাধ কতোখানি ...
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১
শাহীন উল্লাহ বলেছেন: আপনেরা কিছুই বুঝলেন না, এটা আওয়ামীর পুরান খেলা,,,
মানুষের দৃষ্টি এদিকে ঘুরিয়ে ওখানে সংসদে আজ বিচারপতিদের বিল পাস হ্েচছ,,,,,,,,,,,,,
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৯
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: শাহীন উল্লাহ বলেছেন: আপনেরা কিছুই বুঝলেন না, এটা আওয়ামীর পুরান খেলা,,,
মানুষের দৃষ্টি এদিকে ঘুরিয়ে ওখানে সংসদে আজ বিচারপতিদের বিল পাস হ্েচছ,,,,,,,,,,,,,
এটাি হচ্ছে আসল ঘটনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমাদের দুর্ভাগ্য বলতে পারেন ।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামীলীগের পরাজয়, জাতির নয় ।
ক্ষমতার নেশায় ৭২-৭৫এ যেমন স্বেচ্ছার করেচে, বাকশাল করেছে, আজ ক্ষমতার জন্য রাজাকারদের সাথে আপোষ করেছে!!
যারা বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর খায়েশ প্রকাশ করেছে তারা যখন মন্ত্রীসভায় ঠাই পায়.... তাদের কাছে এটা না পাওয়াই বরং বিস্ময়ের ছিল নয়কি??????
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যথার্থ বলেছেন
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৩
জহির উদদীন বলেছেন: বিরিয়ানী খোর ইমরান ধোলাই এর উপর আছে......ওর পিছে এখন আর "সরকার" নাই....
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এটা ভাল সংবাদ
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪২
আব্রাহাম মোর্শেদ বলেছেন: ''হায় রে বিচার, হায় বিচারক, হায় রে বিবেকবোধ,
আমার টাকায় বাঁচবে খেয়ে সাইদি মা*****দ???"
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সেটাই তো দু;খ ভাই
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৪
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: চার দশক পরে এসে যাও রায় হলো, তাতে তো সাঈদীকে নতুন জামাইরূপে বরণ করা হলো... বেহেস্তি খানা-পিনা, উচ্চমানের চিকিৎসা, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, তাও আবার দেশের জনগণেরই টাকায়! প্রতিবার রায়ের নাম করে এই যে রঙ-তামাশা করে... তাতে ঘিন্না লাগে এখন দেশের বিচার ব্যবস্থার নাম শুনলেও।
২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এর চেয় বিচার না করাই ভাল ছিল , অন্তত অপবাদ নিয়ে মরতো ....
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
ফুলেরপাতা বলেছেন: এমরানের ভারত গমন....।
গান্জায় পানি....।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯
মৃদুল মিয়া বলেছেন: Gonojagoron moncho finished by police