নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
ছোট বেলার একটা কথা খুব মনে আছে, তখন কিউবা নামক একটি রাষ্ট্র যে, পৃথিবীর বুকে তা রয়েছে জানতাম না । কিন্তু প্রায়ই খবরে দেখতাম , কিউবা সম্পর্কে আমেরিকা এই বলেছে , ঐ বলেছে । বিটিভি ও সেসব সংবাদ ফলাও করে প্রচার করত । আমি ভাবতাম বাবা, কিউবা বুঝি খুব শক্তিশালী রাষ্ট্র আমেরিকারে আঙুল দেখায় । আমার আব্বা ফিদোল কাস্টকে বলতেন, একেবারে বাঘের বাচ্চা ।
আমেরিকার হইচই এর ফলে আমার মতো একটি শিশুও সেদিন যেনে ফেলেছিলাম, কিউবার মতো ছোট্র একটি রাস্ট্রের নাম, রাজধানী কি , রাষ্ট্র প্রধান কে ইত্যাদি ইত্যাদি । সবই হলে ছিল আমেরিকার নামের বিরাট দানব এক রাস্ট্রের হইচই এর কল্যাণে ।
এবার আসি মুল কথায় , শহীদ মিনারে পিয়াস করিমের মরদেহ রাখা না রাখা নিয়ে যা হচ্ছে , তার ফলে মৃত পিয়াস করিম জীবিত পিয়াস করিমের চেয়ে অনেক অনেক বেশি পরিচিতি লাভ করতে চলেছেন । টক শো গুলোতে ব্যক্তিটিকে কয়েকবার দেখেছি । কিন্তু নাম জানতাম না । জানার চেষ্টাও ছিল না । কেননা টক শো যারা করে তাদের বেশির ভাগই তা হচ্ছেন এক্সপেয়ার জিনিষ । মেয়াদ শেষ হয়ে গেছে তাই টাইম পাস করছেন ।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা এবং বিভিন্ন সংগঠনের সংবাদ সম্মেলন, পাল্টা সংবাদ সম্মেলন ও কর্মসূচী আমাকে পিয়াস করিমকে চিনিয়ে দিয়েছে । এখন আমি জানি পিয়াস করিম কে, তাকে বেশ ভাল করে চিনি ।
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: হতাশ হবার কিচ্ছু নেই । শুধু প্রতিবাদ করে যেতে হবে ।
©somewhere in net ltd.
১| ১৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০০
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে নিকৃস্টতম মানুষের জাতি কোনটা বললে অনেকেই বলবে ...।