নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
গতকাল টিভিতে স্কল নিউজে দেখলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিজিত হত্যাকাণ্ড নিয়ে একটি বিবৃতি দিয়েছে । সকালে ফেসবুক খুলে দেখি, একটি দৈনিক তাদের অনলাইন ভার্শনে রিপোর্ট করেছে, এফবিআই আলোচনা না করেই চলে গেছে । বাংলাদেশে আসার পর অবশ্য এফবিআই বেশ কদিন যাবত তাদের কার্যক্রম চালিয়ে গেছে । হত্যাকাণ্ডের জায়গা পরিদর্শনসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, তাদের তদন্তের কাজ চালিয়ে গেছে । এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকার এবং পুলিশ ও গোয়েন্দা-বাহিনী তাদের যথেষ্ট সাহায্য করেছে । কিন্তু এফবিআই চলে যাবার সময় কোন কিছু না বলেই চলে যাওয়াটা আমার কাছে ভাল লাগেনি ।
অভিজিতের হত্যাকাণ্ড নিয়ে সরকার যথার্থ ভূমিকা পালন করেছে । অনেক কথামালার প্রতিশ্রুতি না দিয়ে নীরবে যা যা করার তা করে গেছে এবং যাচ্ছে । একটা মহল অবশ্য চাইছিল, সরকারের মুখ থেকে কথা বের করার । এই যেমন, আটচল্লিশ ঘণ্টার মধ্যে খুনিদের ধরবো । ফাঁশিতে ঝুলা-মু ইত্যাদি ইত্যাদি । তারপর আটচল্লিশ ঘণ্টার মধ্যে খুনিদের ধরতে না পারলে সরকারকে বাঁশ দেওয়া যেত আর কি । কিন্তু সরকার যে সুযোগ না দেওয়ায় অনেকের আপসোসের কোন কমতি ছিল না । তবুও অনেক চাপাচাপির পর গতকালই সরকারের পক্ষ থেকে কিছু একটা বলা হল ।
আমি এসব নিয়ে কিছু বলতে, চাইছি না । আমি বলতে চাইছি এফবিআইএর না বলে চলে যাওয়া নিয়ে । এফবিআই এর এভাবে চলে যাওয়ার মধ্যদিয়ে আমরা কি ম্যাসেজ পেলাম ?
ম্যাসেজ হচ্ছে, অভিজিতের খুনের ব্যাপারে এফবিআই কিছুই করতে পারবে না । তাদের পক্ষে সম্ভব নয় অপরাধীদের খুঁজে বের করা । অপরাধীদের খুঁজে বের করতে পারলে সেটা দেশের গোয়েন্দারাই পারবে । এফবিআই যখন ঘটনাস্থল পরিদর্শন করেছে, তখন যেখানে আলামতের আর কিছু অবশিষ্ট ছিল না । ফুল আর ফটোসেশনের চাপে সব আলামত ধুয়ে মুছে গেছে ।
মাঝখানে বদনাম হল দেশের, এখন এফবিআই দেশে ফিরে গতানুগতিক ভাবে একটা বিবৃত্তি দেবে এবং তা সেটা সারাবিশ্বে প্রচার পাবে । প্রমাণ করার একটা চেষ্টা চলবে, বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র । এ দেশে অন্যান্য ধমের মানুষ শান্তিতে নাই । অথচ ইউরোপ, আমেরিকায় যতো মানুষ ধমের নামে বলি হয়েছে তার একশ ভাগের এক ভাগও এশিয়ায় হয়নি । আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে নির্বাচনের সময়কার নিউজগুলো একটু পরলেই ব্যাপারটা বুঝা যায় । যে ইউরোপ কে সভ্যতার মায়াপুরি বলা হয়ে সে ইউরোপ হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারা হয়েছে খৃষ্টান না হওয়ার কারণে । যাদু টনার মিথ্যা অপবাদ দিয়ে । সে ইতিহাস অবশ্য নাস্তিকদের জানা নেই ।
বাংলাদেশ একটি স্বাধীন সাব ভৌম রাষ্ট্র । এদেশের পুলিশ,র্যাব, গোয়েন্দা সংস্থা রয়েছে । সেখানে অনেক দক্ষ কর্মকর্তাও রয়েছে । যদি কেউ অভিজিতের হত্যাকারীদের ধরতে পারে তবে সেটা তারাই পারবে এফবিআই নয় ।
অভিজিত সংক্রান্ত আরো দুটো লেখা লেখার পরে আমার ফেস বুকের ফ্রেন্ড লিস্ট থেকে অনেক বন্ধু বের হয়ে গেছেন । সবার কথা উল্লেখ করার মতো না হলেও একজনের কথা না বলে পারছি না । তিনি তসলিম নাসরিন । আমরা সর্বশেষ ব্লগটি লেখার পরে তিনি , আমারকে আনফে্রন্ড করে দিয়েছেন । আমি হেসেছি । কিছু কিছু মানুষ আছেন, তারা শুধু নিজের মোটা মাথায় যেটা আসে সেটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করেন বা অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করেন । অন্যের মুখে সমালোচনা বা আলোচনা শুনে তা সহ্য করতে পারেন না । এরাই নাকি আবার ঈশ্বর, খোদা বিশ্বাস করে না । করবে কিভাবে ঈশ্বর, খোদাকে বোঝার জন্য যে রসায়ন লাগে এটা তাদের মষ্তিকে নেই । এরা আসলে অটিস্টিক । আমি এদের ইগনর করার চেষ্টা করছি ।
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।
বাংলায় একটা কথা আছে, নিজের গোয়া আপনি কাচি দিয়া না হয় দা দিয়া কাটেন সমস্যা নাই কিন্তু তাতে যেন অন্যের ক্ষতি না হয় । কেউ নাস্তিক কেন অন্য যা ইচ্ছে হোক তবে অন্য কোন ধর্ম নিয়ে খোঁচা খুঁচি করতে পারবেন না । আপনার চেয়ে অনেক বড় জ্ঞানী দুনিয়াতে রয়েছে এটা ভুলে যাবেন না ।
২| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: যে ইউরোপ কে সভ্যতার মায়াপুরি বলা হয়ে সে ইউরোপ হাজার হাজার মানুষকে পুড়িয়ে মারা হয়েছে খৃষ্টান না হওয়ার কারণে । যাদু টনার মিথ্যা অপবাদ দিয়ে । সে ইতিহাস অবশ্য নাস্তিকদের জানা নেই ।
তা বলা বোধকরি ঠিক নয়। বরং বলুন জানতে চায়না বা জেনেও জ্ঞানপাপীদের মতো- যতদোষ নন্দঘোষের মতো ইসরাম আর মুসলিমদের উপর চাপানোর যত ফন্দি আচৈ তাই খোাজে!!!
"
তারা শুধু নিজের মোটা মাথায় যেটা আসে সেটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করেন বা অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করেন । অন্যের মুখে সমালোচনা বা আলোচনা শুনে তা সহ্য করতে পারেন না । এরাই নাকি আবার ঈশ্বর, খোদা বিশ্বাস করে না । করবে কিভাবে ঈশ্বর, খোদাকে বোঝার জন্য যে রসায়ন লাগে এটা তাদের মষ্তিকে নেই । এরা আসলে অটিস্টিক "
অসাম!!! ক্লাসিক বলেছেন!!
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন ।
৩| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
ক্ষতিগ্রস্থ বলেছেন: ডিজিটাল এফবিআই আমাদের এনালগ পুলিশের সাথে বেশিক্ষণ তাল মেলাতে পারার কথা না. ক্রাইম সিন ইনভেস্টিগেশন এবং আলামত সংরক্ষণের একটি বৈজ্ঞানিক পদ্ধতি আছে, আমার ধারণা আমাদের পুলিস সেটি ঠিকমত করেনি, হয়ত অজ্ঞতা ও অযোগ্যতায় অথবা চর্চার অভাবে অথবা ইচ্ছার অভাবে. এফবিআই টেকনোলজি-নির্ভর, আমাদের পুলিশের এনালগ আলামত দিয়ে তারা কি আর করবে?
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল বলেছেন । তবে এ ধরনের ঘটনার সঙ্গে এ দেশের পুলিশ ও অন্যান্য বাহিনী বেশ পরিচিত । তারা ভাল করেই জানে আলামত কি ভাবে রক্ষা করতে হয় । কিন্তু তবুও ঘটনার পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে বলছি এধরনের ঘটনায় খুনিকে ধরা খুব কঠিন । তবুও রাজীবের খুনিদের পুলিশ,র্যাব, বা ডিবি ধরতে সক্ষম হয়েছিল । শতশত মানুষের পদচারণয় মুখর একটি জায়গায় খুনের একটি ঘটনা অনেক প্রশ্নের সম্নুক্ষীন করে দেয় ।
৪| ০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এরাই নাকি আবার ঈশ্বর, খোদা বিশ্বাস করে না । করবে কিভাবে ঈশ্বর, খোদাকে বোঝার জন্য যে রসায়ন লাগে এটা তাদের মষ্তিকে নেই ।
এক্কেবারে খাঁটি সত্য কথা লিখেছেন।
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বড় ভাই আমাকে চিনতে পারছেননি ?
৫| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি না ভাই চিনতে পারছি না। আমি আসলে ব্লগে এখন অপরিচত। মনের টানে আসি ব্লগে। মাঝে মাঝে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যও আসি।
ব্লগিং করে আজ আমি অনেক দূরে এসেছি।
এইতো এখন আমি আমাজনে নিজের গাওয়া জগলের সিডি একটা প্রকাশ করার কাজ করছি।
আপনাদের সাথে পরিচিত হয়ে অনেক অজানা জেনেছি।
(আমার ব্লগিং নিক ছিল পলাশমিঞা এখনো আছে তবে এখন আর পলাশমিঞা থেকে লগিন করি না।)
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: প্রথম আলো ব্লগ এ "আমার কবিতা" আইডি নামে লিখতাম । গান বাজনা কি এখনও চলছে ? নানি কেমন আছে ?
৬| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নানি ভালাছে। গান বাজনা চলছে তবে গায়ক হতে পারিনি।
এই একটু আগে গজলের সিডি আমাজনে প্রাকশ করেছি, সপ্তা পরে যেকোনো দেশে থেকে কিনা যাবে।
কেমন আছেন?
১১ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জি ভাল আছি । লিংক দেন আপনা গজল শুনি । লন্ডন আসতাছি দেখা হবে তো ।
৭| ১১ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমাজে প্রকাশ করছি। আরো কয়েক সপ্তা যাব, এখনো প্রুফিং শেষ হয়নি। অনেক ঝামেলা। তবুও লেগে আছি টাকা খরচ হচ্ছে না।
কবে আসছেন জানাবেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: ভাল বলেছেন সবার কথা উল্লেখ করার মতো না হলেও একজনের কথা না বলে পারছি না । তিনি তসলিম নাসরিন । আমরা সর্বশেষ ব্লগটি লেখার পরে তিনি , আমারকে আনফে্রন্ড করে দিয়েছেন । আমি হেসেছি । কিছু কিছু মানুষ আছেন, তারা শুধু নিজের মোটা মাথায় যেটা আসে সেটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করেন বা অন্যের উপর চাপিয়ে দেবার চেষ্টা করেন । অন্যের মুখে সমালোচনা বা আলোচনা শুনে তা সহ্য করতে পারেন না । এরাই নাকি আবার ঈশ্বর, খোদা বিশ্বাস করে না । করবে কিভাবে ঈশ্বর, খোদাকে বোঝার জন্য যে রসায়ন লাগে এটা তাদের মষ্তিকে নেই । এরা আসলে অটিস্টিক । আমি এদের ইগনর করার চেষ্টা করছি ।
সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হলে যে হৃদয় লাগে এবং জ্ঞান লাগে সেটা এদের নেই। তাই যুক্তির তর্কে এরা হেরে গিয়ে নিজেদের অযুক্তিক সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে যেতে পারে ভেবে সম্ভবত তিনি আপনাকে আনফ্রেন্ড করেছেন। লোল