নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা তো বিশ্বের সবচাইতে বড় মৌলবাদী রাষ্ট্র হবার কথা .......

১১ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৯







এটি আমেরিকান মুদ্রা বা Dollar । ভাল করে দেখুন এখানে লেখা রয়েছে , In God We Trust . পৃথিবীর সবচাইতে আধুনিক সবচাইতে বিজ্ঞান সম্মত একটি দেশের মুদ্রা এটি । যা কিনা সমগ্র বিশ্বকে শাসন করছে , সেটিতে আমেরিকানরা তাদের ঈশ্বরের নাম খোদাই করে দিয়েছে । তাহলে তো নাস্তিকদের ভাষায় আমেরিকা তো বিশ্বের সবচাইতে বড় মৌলবাদী রাষ্ট্র হবার কথা ,তাই না ? কিন্তু নাস্তিকরা সে দাবী তুলতে পারছে না কেন ? কারণ আমেরিকায় গিয়ে এ দাবী তুললে , রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে হাতে হারিকেন ধরিয়ে দেবে । আমেরিকা বলে কোন বিতর্ক চলে না । যতো দোষ নন্দ ঘোষ । যতো দোষ এ দেশের মানুষের আর সরকারের । এরা মূর্খ । আর এই গুটি কয়েকা নাস্তিক যারা মূলত অশিক্ষিত খুব জ্ঞানী তাই না ?



যে যার বিশ্বাস নিয়ে থাকেন । আপত্তি নেই । আমেরিকার মানুষ ও তাই মেনে চলে । কেননা তারা ভাবে ধর্ম একটি ব্যক্তিগত বিষয় । এটা নিয়ে বাড়াবারি করা উচিত নয় ।

একজনের কবরে অন্যজন যাবে না । সুতরাং ধর্ম নিয়ে বাড়াবারি, গালাগালি, মারামারি করার কিছু নেই । নাস্তিক নামের কিছু লোক বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করছে এদের রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে অবিলম্বে গ্রেপ্তার করা হোক ।



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪২

আলী আকবার লিটন বলেছেন: একজনের কবরে অন্যজন যাবে না । সুতরাং ধর্ম নিয়ে বাড়াবারই গালাগালি, মারামারি করার কিছু নেই । নাস্তিক নামের কিছু লোক বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি খারাপ করছে এদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক । [/si




দারুন বলেছেন।

১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৩

শাহ আজিজ বলেছেন: সময়োপযোগী রাষ্ট্র ব্যাবস্থা উত্তম। ধর্মভিত্তিক বা নাস্তিক্যবাদী রাষ্ট্রব্যাবস্থায় কি ধরনের পরিস্থিতির উদ্ভব হয় তা তোঁ দেখতে পাচ্ছেন। আমেরিকা অনেক আগেই এই In God We Trust ব্যাবহার করে আসছে।

১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ব্যাপারটা অনেকটা এমন আমরা করলে গুন্ডা বদমাইশি আর অন্যরা করলে লিলা খেলা ..।

৩| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শাহ আজিজ বলেছেন: সময়োপযোগী রাষ্ট্র ব্যাবস্থা উত্তম। ধর্মভিত্তিক বা নাস্তিক্যবাদী রাষ্ট্রব্যাবস্থায় কি ধরনের পরিস্থিতির উদ্ভব হয় তা তোঁ দেখতে পাচ্ছেন। আমেরিকা অনেক আগেই এই In God We Trust ব্যাবহার করে আসছে।

১১ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাই বড় বাপের উপড় কথা নাই এই যা ।

৪| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৩

গরু গুরু বলেছেন: ভালো লাগল

৫| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দুনিয়ার বড়ো গরুখোর হলো আমেরিকান।

ভারতে মুসলমান হত্যা করা হয় কোরবানির পর। বলে মোসলমানরা নাকি গরুখোর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.