নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
বয়স একটি অতি গুরুত্বপূর্ণ জিনিষ । সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পাল্টে যায় । আজকে যে তরুণ বা তরুণীরা তারুণ্যের জৌলুসে টগবগে করছে কাল তারা বয়সের ঘোড়ায় চড়ে পৌঁছে যায় জীবনের শেষ সীমানায় । বয়স মানুষকে টেনে নিয়ে যায় কঠিন বাস্তবতায় । আজকের সন্তান সন্ততি নিয়ে এগিয়ে চলা পিতা-মাতা আগামীতে বাধ্যকে পৌঁছে অনেক উপেক্ষা যন্ত্রণা কষ্ট ভোগ করে সন্তানদের মুখ ফিরিয়ে নেওয়ার ফলে হয়ে । এমন দেখা যায় সন্তান উচ্চ পদে চাকরি করে অথচ পিতা মাতা ভিক্ষা করে । শুধু পিতা মাতা নয় বয়স্ক ভ্রাতা,ভঙ্গি-গনও ও এমন নিদারুণ কষ্টের শিকার । পথে ঘাটে অনেক বয়স্ক মানুষকে ভিক্ষা করতে দেখা যায় । সকলের ঘটনা প্রায়ই এক সন্তানেরা খোজ নেয় না । খরচ পাতি দেয় না । খুব কষ্ট হয়ে শুনে খুব কষ্ট হয় দেখে । শিক্ষিত পরিবারগুলোর পিতামাতাদের অবস্থা আরও করুণ । সন্তান একটু অবস্থা সম্পন্ন হলে পিতা মাতাকে ঢেলে দেয় বৃদ্ধাশ্রমে ।
২২ শে জুন, ২০১৫ সকাল ১০:১২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার জ্ঞানের দৌড় দেখে অবাক না হয়ে পারছি না । এই জ্ঞান নিয়ে ইসলাম তো দূরে থাক ইঁদুর বিড়ালের ধর্ম নিয়ে ও আপনি আলোচনার যোগ্য নন । দয়া করে নিজের জ্ঞান নিজের ভেতরে রাখেন । ইসলাম সরাসরি বলেছে, পিতা-মাতার খেদমত না করলে বেহেস্তে প্রবেশ করতে পারবে না । শুধু ভরণপোষণের কথা কোথাও বলা হয়নি ।
২| ২২ শে জুন, ২০১৫ সকাল ১০:২৪
ডার্ক ম্যান বলেছেন: বপরীত বাক
আপনি যে একটা অতি নিম্ন মানের খাসি তা আপনার মন্তব্যের ধরণ দেখে বুঝা যায়
২২ শে জুন, ২০১৫ দুপুর ২:১৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বড় হতে শিখেন । কোন কিছুর প্রতিবাদ জ্ঞানীরা করে জ্ঞান দিয়ে আর মূর্খরা করে গালি দিয়ে । যেমন গাছের চারা বৃক্ষ তো তেমনই হয়েছে ।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৫ রাত ৮:০৩
বিপরীত বাক বলেছেন: ইসলাম ধর্মেই দেখানো আছে ( ছেলে সন্তানের জন্যে প্রযোজ্য) যে বাপ মা কে ভাত-কাপড়-বাসস্থান ভাড়া দিলেই তা বেহেশতে যাওয়ার জন্যে যথেষ্ট রও বেশী।।। তাই বলা যায়,, বৃদ্ধাশ্রম,, ধারণা টি ইসলাম ই পয়দা করেছে।। পশ্চিম নয়।।।
যেহেতু মুহাম্মদ (সাঃ) এর বাপ-মা জাহান্নামে যাবে তাই পৃথিবীর সকল মুসলিম পুরুষই তাদের শাশুড়ি-শালি সহযোগে জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদদের জন্যে অপেক্ষা করছে অবিরাম সঙ্গম।।।