নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ব্লগার হত্যা না আত্মহত্যা ? আসল খুনির সন্ধান লাভ !! !

০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪১

আপনার দাড়ি আপনি রাখবেন না সেইভ করবেন ? সেইভ করলে কি দিয়ে সেইভ করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু খবরদার মাল খাইয়া টাল হাইয়া অন্যকে উপদেশ দিতে যাইয়েন না তার দাড়ি সে রাখবে না সেইভ করবে । তাইলে কিন্তু এধরনের ঘটনা ঘটতেই থাকবো । সরকারকে দোষ দিয়া কি লাভ যার যার কৃতকর্মের ফল সে ভোগ করবে । এটাই নিয়ম । আমি যদি সাপকে খোঁচাই সাপ তো ছোবল মারবেই ।

আপনি যদি এ সভ্য জগতে বাস করেও মূর্তির কাছে মাথা ঢুকে মরেন এটা আপনার ব্যাপার কেউ আপনাকে নিষেধ করতে যাচ্ছে না । মাটি দিয়ে সেক্সি মুতি বানিয়ে পূজা অর্চনা করেন । অসুবিধা নাই । কিন্তু অন্য একজন কুলুপে মাটি ব্যবহার করবে নাকি টিসু ব্যবহার করবে সেটা নিয়ে উপদেশ দিতে যাইয়েন না । ভারতে মোষ,পাঠা বলি দিলে সেটা হয় মাটি দিয়ে তৈরি দেবতার জন্য উৎসর্গ আর এক আল্লাহ্‌ উদ্দেশ্যে গরু জবেহ করলে সেটা হয় হত্যাকাণ্ড ।

ধর্ম নিয়ে যারাই বাড়াবাড়ি করবে তাদের অবস্থা খুবই খারাপ হবে । এটাই নিয়ম এটা শত শত বছর ধরে চলে আসছে । এটা কেউ বন্ধ করতে পারবে না । ভারতের মোদী সরকার ভারতে গরু জবাই বন্ধ করছে । হাসিনার এক মন্ত্রী ও এ ব্যাপারে হালকা পাতলা আওয়াজ দিছে । সাবধান । আগুন নিয়ে খেলবেন না । সময় কিন্তু খুবই খারাপ । কখন কে ফাপরে পরে তা বলা যায় না ।

সে কয়জন ব্লগার হত্যা করা হয়েছে সবগুলার মুখ অত্যন্ত খারাপ ছিল । এগুলোর নৈতিক জ্ঞানটুকু ও ছিল না । ভদ্রতাও জানতো না । এরা দেশের মধ্যে অশান্তি সৃষ্টির কাজে লিপ্ত ছি,এবং এখনও আছে । যারা কিনা গু, মুত মাখান মাটি দিয়ে তৈরি মূর্তির পুজা করে বড় হয়েছে সে আসে ইসলামের সমালোচনা করতে । মুসলমানদের জন্মের পর দোন কাটেতে হয় । সেটা সাইন্টিফিক । এটা স্বাস্থ্যের জন্যও ভাল আবার সেক্স করার জন্যও ভাল । চুদতে গেলে চামড়া আটকাইয়া উলটাইয়া যায় না । আবার মুসলমানরা যে কুলুপ ব্যবহার করে সেটাও সাইন্টিফিক । স্বাস্থ্যের জন্যও ভাল । দুটে বিষয়ই আধুনিক পৃথিবী গ্রহন করেছে । ( দু:খিত মুখ খারাপ করার জন্য ) ।

যেমন কর্ম করবেন তেমনটিই ফেরত পাবেন । কিচ্ছু বলার নাই । কথায় কথায় সরকারের দোষ ! সরকারকে দোষ দিয়ে কোন লাভ নাই । সরকার কি ঘরের ভেতর গিয়ে হুইয়া হুইয়া পাহারা দিবো ? আমি এটাকে হত্যাকাণ্ড না বলে বলতে চাই আত্মহত্যা । ব্লগার নিজেই নিজেকে হত্যা করেছে । এ কাজে সে কয়েকজনকে নিয়োগ দিয়েছিল মাত্র । আর কিছুই না । আগুনে হাত দিয়ে যদি ভাবি হাত পুড়বে না তাহলে সেটি কি ঠিক হবে ? হবে না । এসব কথা বলে আমি কিন্তু হত্যাকাণ্ডকে সমর্থন করছি না । এসব কথা বলছি কারণ তারা এখনও বোকার স্বর্গে বাস করে তাই । জামাতের বিরুদ্ধে লেখার জন্য আমি ও হুমকি পেয়েছি । ধর্মান্ধতার বিরুদ্ধে লিখে ও হুমকি পেয়েছি । হুজুরদের বিরুদ্ধে লিখেও হুমকি পেয়েছি । মসজিদ,মন্দিরের নামে ভিক্ষা করা হচ্ছে লিখেও হুমকি পেয়েছি । আবার সরকারের বিরুদ্ধে লিখেও নজর বন্ধী ছিলাম । ডিজিএফ থেকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠানো হয়েছিল । এতো হুমকিতে হুমকিতে এখন হুমকি সহ্য হয়ে গেছে । কোন ধর্মের বিরুদ্ধে লেখা আর ধর্মান্ধতার বিরুদ্ধে লেখা এক কথা নয় । এটা বুঝতে হবে ।

যারা এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তাদের বলছি, এই ধরনের হত্যা করে কি প্রমাণ করতে চাইছেন ? আপনারা যদি বিচার করতে নামেন তা হইলে আল্লাহ কি করবো ? নাকি উনার বিচারের উপর আস্তা রাখতে পারছেন না ? আইন আপনাদের হাতে তুলে নিতে বলা হয় নাই । নর হত্যা মহা পাপ এখন এই পাপ থেকে বাঁচেন আগে । আল্লাহ বিরোধীদের যদি আল্লাহ শায়েস্তা করতে সময় নেয় সেটা আল্লাহর ব্যাপার । মুখে বলবেন আল্লাহ্‌ই ভাল বুঝেন, ভাল করেন আবার নিজের হাতে অন্যকে হত্যা করবেন এটা ও তো এক ধরনের শেরেক । কেননা একজন মুমিন সর্বা অবস্থায় মুমিন ।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৩

মোঃআলামিন বলেছেন: ভালো লেখছেন

০৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সত্য লেখার চেষ্টা করছি .........ইচ্ছে করলে চ্যাট-বাল অনেক কিছু লিখতে পারি কিন্তু লিখি না । এখন থেকে লিখবো । কথায় কথায় তেনা প্যাচাবো তেনা খুলবো যা ইচ্ছা লিখবো ।

২| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫২

গরু গুরু বলেছেন: খুবই বুদ্ধিদীপ্ত লেখনী ...

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অপপ্রচারের বিরুদ্ধে রুক্ষে দাড়তে হবে ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.