নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
ধর্ম হচ্ছে বিশাল সাইজের একটি মুলা । যা আসমানে ঝুলছে । আর জমিনে বসে কেউ সেই মুলার চাষ করছে আবার কেউ সেই মুলা ব্যবসায়ী হয়ে গেছে । একটু গুজ গাছ করে নিতে পারলেই ব্যবসা বেশ জমে যায় । চাবি মাইরা দিছে ছাইড়া অবস্থা । থামার নাম নাই । যে যেখানেই জন্মাক না ব্যাপার না মুলার ছায়ায় আসতেই হবে । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাকে দড়ি দিয়ে ঘুরাবার জন্য এই মুলাটির রয়েছে মারান্ত্রক গুন । কোটি কোটি মানুষ পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে এই মুলার কারণে । এখন ও যাচ্ছে । প্রতি ঘণ্টা,মিনিট, ক্ষণে মানুষের উপর নির্যাতন নিপীড়ন নেমে আসছে এই মুলার দোহাই দিয়ে ।
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনাকে ধন্যবাদ, ধর্ম মানুষকে কতোটা বিনয়ী করে সেটা ই দেখালেন ভাই । যারা ধর্মকে সুখী জীবনের নিয়ম বা উপায় মনে করে তারা এটা নিয়ে কখনওই বাড়াবাড়ি করে না । যারাই সেটা করবে তাদের পতন হবেই - কেননা ধমে বলা হয়েছে- ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না ।
২| ২৫ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
হোসেন মালিক বলেছেন: আপনার নামটা চেঞ্জ করে ফেলেন
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: করতে পারলে ভাল হতো .....কিন্তু পারছিনা আকিকার কারণে
৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৯
পইশা পাতা বলেছেন: মানব জীবনের শৃঙ্খলিত রুপের নাম ধর্ম।মানবরার কল্যান যার লক্ষ্য।
কেউ কৃতঘ্ন হতে চাইলে ধর্ম ছাড়াই বাচতে পারে,চলতে পারে।
২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শান্তির জন্য আসা ধর্ম অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে শুধুমাত্র মূর্খতার জন্য
৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
যাযাবরমন বলেছেন: আপনি ধর্মকে বিশাল মুলা বলে গালি দিলেন তাতে দোষ হল না। আর কেন আপনার কাছে একে বিশাল মুলা মনে হয় তা বুঝায়া বলাতে আমার ধর্ম ও বিনয় প্রশ্নবিদ্ধ হয়ে গেলো!!
ধর্মকে গালি দিয়ে পোষ্ট দিলেন আর ধর্মবানী দিয়েই আমাকে প্রতিউত্তর করলেন, অসাধারন রিপ্লাই।
অবশ্য ধর্ম বিরোধীরা এমনই করে থাকে।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:২২
যাযাবরমন বলেছেন: " যারা ধর্মকে সুখী জীবনের নিয়ম বা উপায় মনে করে তারা এটা নিয়ে কখনওই বাড়াবাড়ি করে না" - এর মানে এই না যে কেউ আমার ধর্মকে গালি দিবে আর আমি বলব "ভাল বলেছেন আরও বলেন"।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
যাযাবরমন বলেছেন: কিছু লোক ধর্মকে সুখী জীবনের নিয়ম বা উপায় মনে করে না॥ তারা ধর্মকে উপভোগ করার বিষয় মনে করে॥ এখানেই শেষ না, এই এ্যাসহোল গুলো একে এবনরমাল ওয়েতে মুলার মত গ্রহন করার চেষ্টা করে॥ তখন এটা বিশাল মনে হতেই পারে॥