নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে ইচ্ছে হয় ভুত হয়ে যাই

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৩

মাঝে মাঝে ইচ্ছে হয়
ভুত হয়ে যাই ;
অত:পর তোমার ব্যালকনি হয়ে
মশারির ফাক গলে তোমার শরীরের
অণু পরমাণু ভেঙ্গে ভেঙ্গে হৃদপিণ্ডের ভাজে
লুকিয়ে যাই ।
হুট হাট ইচ্ছে হয় ভুত হয়ে
তোমার উপর আছর করি ,
লাল, নীল ভালবাসায় জড়িয়ে ধরে
চিৎকার করে বলি ভালবাসি....
রাত দুপুরে বাথরুমের শাওয়ার ছেড়ে
তোমায় ভিজিয়ে দেই ;
ভিজে শাড়িতে ক্যামন নারী হয়ে জাগো
দেখে দেখে চোখ জুড়িয়ে
হাওয়ায় ভেসে বেড়াই
মাঝে মাঝে ইচ্ছে হয় .......

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০

নির্বাসিত_নির্বাক বলেছেন: ভাল্লাগছেতাই ;)

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: :) :)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

মঞ্জু রানী সরকার বলেছেন: ভূতকে বেছে নিলেন কেন?

০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কোন বিধি নিষেধ নাই তাই :)

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

অতঃপর হৃদয় বলেছেন: ভাল !!!!

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ , কবিতা সাধারণত মানুষ কম পড়ে মন্তব্য করে আরো কম

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল তো:)

http://www.somewhereinblog.net/blog/debajyotikajal/30088717

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ ভাল থাকুন

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩২

রানার ব্লগ বলেছেন: ভুত হতে আমারো ইচ্ছা করে । কিন্তু তাই বলে অন্নের বাথরুম এর দৃশ্য দেখতে হবে এটা ভাবি নি :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.