নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক খুলে দেওয়া হয়েছে

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

অবশেষে ফেসবুক খুলে দেওয়া হল...কোন রকম প্রক্সি থার্ড পাটি সফটওয়ার ছাড়াই ওপেন করা যাচ্ছে ফেসবুক । ওপেন না হলে ফোন রিস্টার্ট করে নিন । বন্ধ করার মতোই কোন রকম ঘোষণা ছাড়াই খুলে দেওয়া হল ফেসবুক । মিডিয়াতে এখনও খবরটি আসেনি । খুব সম্ভব আমি প্রথম জেনেছি ব্লগে সেটা সবাইকে জানিয়ে গালি ও খেলাম । অনেকে আমাকে গালাগালি করল । যারা গালি দিয়েছেন তাদের বলছি, ব্লগ এমন একটি জায়গা এখানে সব শেয়ার করা যায় ভাই । কোন কিছু বলার আগে একটু সময নিয়ে বলা উচিত ।আসুন সুন্দর ব্লগিং করি ।

তবুও ভাল লাগছে ফেসবুক খুলেছে দেখে । এতক্ষণে নিশ্চয় সবাই ব্যবহার করতে পারছেন । ফেসবুক বন্ধ করা ছিল সরকারের একটি ভুল সিদ্ধান্ত । আশা করি ভবিষ্যতে এমন সিদ্ধান্ত সরকার আর নেবে না । এবং ফেসবুকের সঙ্গে কোন রকম চুক্তির নামে দেশের অর্থের অপচয় করবে না । দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য চাই আইন শৃঙ্খলার সঠিক প্রয়োগ নির্যাতন নিপীড়ন নয় । আইন হোক সবার জন্য সমান ।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: সত্যি নাকি মজা করতেছেন?

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: না ভাই সত্য বলছি

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১০

অদৃশ্য যোদ্ধা বলেছেন: ফেসবুক বন্ধ তাই ফেসবুকের আবালগুলো সামুতে আইছে

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার যদি লজ্জাবোধ থাকে তা হলে এতোক্ষনে নিজের গালে নিজে কোষে থাপ্পর মারছেন

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২২

shiponblog বলেছেন:
প্রমান করলেন আপনি হিট হতে চান।
ভালো চালিয়ে যান।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আশা করি এখন ব্যবহার করতে পারছেন

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২২

মিলন হোসেন১৫৮ বলেছেন: অামার ফেসবুক চালুহয় নাই । েফসবুক ঢুকতে গেলে ত্রই লেখা অাসে Content blocked by operator.

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অনেকেই খুলতে পারছে । অপেক্ষা করুণ পেয়ে যাবেন ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এখন চেষ্টা করে দেখুন

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

অতঃপর হৃদয় বলেছেন: আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি অনেক পুরোনো ব্লগার আপনার লেখা টা হয় তো ভাল করে বুজতে পারি নি।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ঠিক আছে ব্যাপর না । ফেসবুক পরীক্ষা মূলক ভাবে খোলা হচ্ছে আবার বন্ধ করা হচ্ছে .......আসুন সবাই মিলে সুন্দর একটি ব্লগিং পরিবেশ গড়ে তুলি ।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪২

রক্তিম দিগন্ত বলেছেন: না ভাই ফেসবুক খুলে নাই। ফেসবুক খোলার এত তাড়াতাড়ি কোন সিদ্ধান্তও নাই সরকারের।

এইসব বিষয়ে পোষ্ট দিয়ে ব্লগের ফেসবুক প্রেমিদেরকে টেনে হিট বাড়ানোর তো প্রয়োজন নেই। আর প্রত্যুত্তরে আপনার ব্যবহারও খুব ভাল একটা দেখছি না। এইভাবে আচরণটা আপনি অন্যদের সাথে করেন - যারা আপনার কাছের। বাইরের লোকদের সাথে এইভাবে কথা বলাটা খুব একটা ভাল দেখায় না।

আপনার যদি লজ্জাবোধ থাকে তা হলে এতোক্ষনে নিজের গালে নিজে কোষে থাপ্পর মারছেন

এতোক্ষনে মনে হয় আপনার লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে যে মন্তব্য করেছেন তার জন্য

এই মন্তব্যগুলো আপনাকে চিনিয়ে দিচ্ছে ভাল করেই।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনাকে ধন্যবাদ , কাটা ঘায়ে নুনের ছিটা দেবার জন্য ........

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

সুলতানা রহমান বলেছেন: কই, আসতেছেনা। তবে শুনেই খুশি লাগছে।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: পরীক্ষামূলক খুলছে আর বন্ধ করছে ...........আমি আমার ল্যাপটপ,মোবাইল সব কিছু থেকে ব্যবহার করতে পেরেছি .........এখন আবার বন্ধ আছে ............:(

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: বাজে কথা।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: গতরাতে খোলা ছিল, সে কোন মুহুর্তে খুলে যাবে স্যার আর একটু অপেক্ষা করুণ প্লিজ ।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪

জাতির গ্রান্ডপা বলেছেন: তুমাল প্যান্তেল তেইন কুলে গেতে্‌্‌, তেইন.।.।.।। তস্তে তুমাল পাতাতেও পেইন তুলু হত্তে পেইন.।।। =p~ =p~

০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: :)) :))

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৩

আরজু পনি বলেছেন: ফেসবুক বন্ধ ছিল ভালোই তো ব্লগাইতেছিলাম...
/:)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ঠিক বলেছেন

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এখন তো ফেসবুক ব্যবহার করা যাচ্ছে

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৯

আরণ্যক রাখাল বলেছেন: দেখি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আশা করি পেয়ে গেছেন :)

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

কাজী! বলেছেন: অদৃশ্য যোদ্ধা ভাই....নিজের পরিচয়টা এভাবে দেওয়ার দরকার নাই।
ফেসবুকের আবাল...কথাটা তেমন ভাল দেখাচ্ছেনা।
আপনাকে যদি আবালের "আ" বাদ দিয়ে শুধু ব্লগের "বাল" বলা হয়,নিশ্চয় আপনার ভাল লাগবেনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাদ দিন ভাই ওনার যা ইচ্ছা বলেছে । এতোক্ষনে উনি ফেসবুক ব্যবহার করতে পেরে সেই আনন্দে ডুগডুগি বাজাচ্ছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.