নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

রমা, রমা প্রিয়তমা

০৪ ঠা নভেম্বর, ২০২১ দুপুর ১:২৯

ইদানীং শব্দের যুদ্ধটা
মস্তিষ্কের সাথে বড়ো বেশি সাংঘর্ষিক,
মানে না ব্যাকরণ সে,
অকারণে যায় গেয়ে,
প্রতিবাদ করে
আকর্ষিক!

তুমি রক্ত স্নান করো
স্নিগ্ধ জলে ভেসে
যমদূত বিলি কাটে
তোমার এলো কেশে
আলগোছে হেসে...
যমদূত, যমদূত, বাসি মুখ,
লাল চা কম দুধ ;

রমা, রমা প্রিয়তমা
কারা যেন কাঁদে হাসে
প্রেমের কাব্য চাই
তাই তো লিখে যাই
আবোল তাবোল ছাই পাশ
কোল বালিশ ফিসফাস
ঠুসঠাস ডুসঠাস বুলেটের শব্দ
কোথা থেকে আসে ভেসে!

যুগে যুগে বোকারাই তো
পচে মরে জেলে,
আমি চালাক বড় ধড়িবাজ,
লাট সাব,কাল সাপ,
দশ টাকায় কিনে
বেচি শ টাকা
রাত্রি শেষে!

ছোট জাত,বড় জাত
চেতনায় চিতপাত
ধর ধর মার মার কাটকাট
ফাঁদ ফাঁদ সব বাদ
তিনি ঠিক তো সব মাত
কাল সাপের পাতে দুধ ভাত
রমা রমা প্রিয়তমা
কারা যেন কাঁদে হাসে
প্রেমের কাব্য চাই তাই তো
লিখে যাই.....

বাবন
০৩।১১।২০২১

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: আমাদের মনোরমা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.