| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সাখাওয়াত হোসেন  বাবন
	আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
 
ব্লগে আসি কিছুদিন পরপর 
বুঝিনা ছাই কেবা আপন, কে বা পর ?
ছাই পাশ যা লিখি 
পোষ্ট দেই মিছে মিছি ;
কতো কিছু আঁকি বুঁকি
নিত্য মনের কোণে দেয় উকি ;
পোষ্ট দিয়ে হই সুখী , ইচ্ছে করে ব্লগেই থাকি 
ক্ষণে ক্ষণে তাই বাড়ে ঝুকি ;
আহা! কতো লিখি 
তবুও মরু তুল্য সব, মন্তব্যে ঘর ফাকা ! 
জানি এ ও নিয়তি -
সবার ঘুরে না ভাগ্যের চাকা । 
শীত গিয়ে বর্ষা আসে 
মনে জাগে প্রেম;
তুমি বন্ধু বেজায় ব্যস্ত নেইতো সময় আর -
সবকিছু ছকে বাঁধা তবুও বাড়ে হাহাকার ;
বাড়ছে মোদের বয়স যতো 
কমছে মাথার চুল ;
কাজে কর্মে সংযোগ কমছে 
ধরা পড়ছে ভুল ।।
 
২৭ শে জুন, ২০২৪  বিকাল ৪:৫৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এটাকে শ্রেফ মজারু কবিতা হিসাবে পড়ুন ! সিরিয়াস হওয়ার কিছু নেই ভাউ ....
২| 
২৭ শে জুন, ২০২৪  দুপুর ২:৪২
শায়মা বলেছেন: ভাইয়া ব্লগ বলো আর  বাস্তব দুনিয়া বলো কেহ কারো নয়।
তাই তুমি আবার ব্লগ লেখো কিন্তু অন্যদের লেখা পড়োও না মন্তব্যও করো না। তো তোমার মন্তব্যের ঘর তো ফাকাই থাকবে!!! ![]()
 
২৭ শে জুন, ২০২৪  বিকাল ৪:৫৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভালো বলেছেন আপনি । ধন্যবাদ সিস
৩| 
২৭ শে জুন, ২০২৪  রাত ১১:১৮
মনিরা সুলতানা বলেছেন: মজার লেখা।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০২৪  দুপুর ২:১৩
মোস্তফা সোহেল বলেছেন: সম সাময়ীক বিষয় নিয়ে লিখুন। আশা করি মন্তব্য পাবেন।
আর নিজেও লেখা পড়ে মন্তব্য করুন।