নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ভারতের হাত থেকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় সরাসরি মুসলিম সমর্থিত শাসন দরকার

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২১



বিশ্বের সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ দাবী করা ভারতের মানুষ যদি এমন একটি ধর্মীয় জঙ্গি গোষ্টিকে ভোট দিয়ে ক্ষমতায় বসায় যাদের ক্ষমতায় বসার মূল উদ্দেশ্যই হচ্ছে, ঘর-বাড়িতে আগুনে দিয়ে মুসলিম হত্যা করা, মুসলিম নারীদের ধর্ষণের পর গাছে ঝুলিয়ে হত্যা করা হোক সে এমপি কিংবা সাধারণ মুসলিম। যাদের ক্ষমতায় টিকে তাকার মূল উদ্দেশ্যেই হচ্ছে,নানা অজুহাতে মুসলিম নিদন করা।
শুধু কি তাই, ফিলিস্তিনি,মায়ানমার, ফ্রান্স যেখানেই মুসলিম হত্যা করা হয় সেখানেই প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত আছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যদি নিজেদের অস্তিত্ব রক্ষায় ভারতের দেখানো পথে হাটে তাতে দোষের কি আছে? লাথ ক্যা ভুত বাত নেহি শুনতা হ্যায়। মোদী, জোগী এরা হচ্ছে,লাথের ভুত তাই জুতার বারি ছাড়া মিষ্টি কথায় কাজ হবে না৷ চোখে চোখ রেখে কথা বলতে হবে, একটা গুলি করলে পালটা পাচটা গুলি করে জবাব দিতে হবে।

মসজিদ গুড়িয়ে দেওয়া কিংবা গরু গোস্ত রাখা অথবা মুসলিমদের বাড়িঘর দখল করে নেওয়াসহ নানা অজুহাতে মুসলিম নির্যাতন ভারতে একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের ভেতর সন্ত্রাস বিস্তার করা সীমান্তে গরু পাচারের মিথ্যা অজুহাতে পাখির মতো গুলি করে হত্যা করে তার কাটায় ঝুলিয়ে রাখা। তাহলে প্রতিবেশি রাষ্ট্রগুলি কেন অনুরূপ পদ্ধতি গ্রহন করবে না? গ্রহন করলেই বা তারা কেন জঙ্গি হয়ে যাবে? বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য এখন মুসলিম সমর্থন শাসিত শাসন ব্যবস্থা প্রতিষ্টা প্রয়োজন। যেহেতু এটা মুসলিম দেশ তাই এটাই এখন এ দেশের মানুষের রক্ষার একমাত্র রক্ষা কবজ।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী একজন আন্তর্জাতিক সন্ত্রাসীর তালিকা ভুক্ত ব্যক্তি। আমেরিকা এবং ইন্টারপোল তালিকায় এখনো তার নাম সন্ত্রাসীর তালিকায় রয়েছে৷ বাংলাদেশে মোদীর মতো এমন কোন সন্ত্রাসী নাই যারা অন্যধর্মের মানুষের উপর নির্যাতন করবে৷ এ দেশে হিদুরা ভারতের হিন্দুদের চেয়েও নিরাপদ। এদেশে হিন্দুরা মন্ত্রী হয় সরকারি চাকরি হাতিয়ে নেয়৷ অথচ ভারতে মসুলিমরা মন্ত্রী হওয়া তো দূরের কথা এমপি হলে হয় সপরিবারে পুড়িয়ে মারা হয় না হয় পুলিশ দিয়ে গুলি করে হত্যা করা হয়।

গনতন্ত্রের নামে অনেক লুট পাট হয়েছে আর না৷ যে দলই বাংলাদেশে ক্ষমতায় আসুক তাদের সবার আগে মুসলিম হতে হবে। এ দেশের মানুষ ভারত বিদ্বেষী ছিলো না কিন্তু তাদের তা বানানো হয়েছে। অনেক হয়েছে আর ঘাটাবেন না তাহলে পেছন দিয়ে আইক্কাওয়ালা বাশ, খাম্বা কি করে দিতে হয় তা বাংলাদেশীরা খুব ভালো করে জানে।


বাংলাদেশ জিন্দাবাদ

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২

নতুন বলেছেন: বাংলাদেশে খেলাফতী শাষনের স্বপ্ন যেই মূর্খরা দেখছে তাদের বলে দিন এই স্বপ্ন কোনদিনই বাস্তবায়ন হবেনা।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: লেখার অর্থ বুঝেন, খেলাফত চাইনি, বলেছি মুসলিম সমর্থিত সরকার বর্তমান সকার মুসলিম সমর্থিত সরকার। মুসলিম দেশে সংখ্যা লঘুরা হচ্ছে আমানত। মুসলিম সমর্থিত সরকার অবশ্যই জনগনের ভোটে নির্বাচিত হবে।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ইমাম মাহদি আসার আগে যদি খেলাফত আসে, সেটা হবে অত্যাচারী শাসকদের শাসনতন্ত্র।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: খেলাফতের কথা বলছি না। খেলাফত শেষ হয়ে গেছে। আমি বলছি বাংলাদের অস্থিত্ব রক্ষার কথা। বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় মুসলিম সমর্থিত সরকার দরকার৷ উদাহরণ তুরস্ক

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



যে কোন নবীর অনুসারীকেই 'মুসলিম' বা 'মুসলমান' ডাকা হয়।

ভারতবর্ষেও নবী এসেছিলেন।

সেই অর্থে, সনাতন ধর্মের অনুসারীদেরও মুসলমান বলা যায়।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৫

নতুন বলেছেন: মুসলিম দেশে সংখ্যা লঘুরা হচ্ছে আমানত। মুসলিম সমর্থিত সরকার অবশ্যই জনগনের ভোটে নির্বাচিত হবে।

আপনি কেন মনে করছেন বাংলাদেশ মুসলিম হয়ে গেছে? দেশ গনতন্ত্র চলবে, সকল মানুষের অধিকার নিশ্চিত হবে।

এখানে সংখ্যালুঘু কোন শব্দ থাকবেনা। সবার সমান অধিকার থাকবে, ২০২৪ এর আন্দোলনকে জিহাম হিসেবে শুধুই মুসলমানেরাই অংশ নেয় নাই। মানুষ এখানে ধর্ম হিসেবে আন্দোলনে যায় নাই। এখন কিছু মানুষ লাফাচ্ছে মুসলিম সরকার বানাতে?

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৬

জুল ভার্ন বলেছেন: বাবন সাহেব, আপনি আদর্শ পাল্টালেন কবে?

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মনে রাখবেন, মুসলিম শব্দটা 'সালাম' শব্দ থেকে এসেছে।

সালাম শব্দের অর্থ শান্তি।

অর্থাৎ, সালাম শব্দের অর্থ- 'যে শান্তি স্থাপন করে'।

আপনি সনাতন ধর্ম পালনকারী কত জনকে অশান্তি স্থাপনকারী হিসেবে চিনেন?

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৫

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: ছাগুদের জন্য

https://www.somewhereinblog.net/blog/alchudurwalbudur/30365575

ভাদাদের জন্য

https://www.somewhereinblog.net/blog/alchudurwalbudur/30365678

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৭

রানার ব্লগ বলেছেন: বাবন @ আপনার যুদ্ধের প্রস্তুতী কেমন চলছে ?

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ড. ইউনুস এ পর্যন্ত ভারতকে অল্প কথায় যা বলেছেনা গত ১৬ বছরে সরকারের কেউ বলতে পারেনি। আমরা ধৈর্য্য ধরি, দেখি সামনে কি হয়। ভালো কিছুই হবে ইন শা আল্লাহ্।

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪২

প্রহররাজা বলেছেন: হ্যা, মুস্লিম দেশগুলাতে চান ইসলামি সরকার কিন্তু নন মুসলিম দেশগুলাতে অসাম্প্রদায়িক সরকার চান। কত বড় হিপোক্রেসি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.