নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
ভারতের ৬০ কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে চীন। অন্যদিকে উত্তপ্ত হয়ে উঠেছে সেভেন সিস্টারস এর অন্যতম সিস্টির মনিপুর। ভারতের পতাকা নামিয়ে তারা ইতিমধ্যে নিজেদের সাত বর্ণের পতাকা উত্তলন করেছে।
বাংলাদেশের স্বৈরাচার হাসিনা অবৈধ সরকার পতনের পর নড়বড়ে হয়ে গেছে সন্ত্রাসী মোদী সরকারের ভারত। চারদিক থেকে চেপে ধরেছে প্রতিবেশী রাস্ট্রগুলি। অচিরেই ভারত ভেঙ্গে ১০ টুকরা হয়ে যাবে। যার ফল ভোগ করবে দিল্লিসহ পুরো এশিয়া।
কাশ্মিরসহ অঙ্গরাজ্যগুলির উপর বিগত ৫৪ বছর যাবত ভারত যেভাবে মানবতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হত্যা গুম,নারী নির্যাতন,শিশু হত্যা, ধর্ষনসহ নানা ভাবে যে অত্যাচার করে আসছে তার দ্রুত অবসান দরকার।
মনিপুরের সাত জাতিগোষ্ঠীকে দমন ও হত্যা করার জন্য মনিপুরে এমন সব ভারি অস্ত্র পাঠাচ্ছে যা ভারতের সেনাবাহিনী ও ব্যবহার করে না।
এসব অস্ত্র খুব শীগ্রই ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে৷ অত্যাচার নির্যাতন করে পৃথিবীর কোন রাস্ট্র বেশিদিন টিকে থাকতে পারে না।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ইজ্জত বাচাতে বলছে। চীনের সৈন্যরা পাথরে তাদের দেশের নাম ও সন লিখে গেছে।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৪
চারাগাছ বলেছেন:
সংবাদমাধ্যম ছাড়া কোন কিছু জানা আমাদের দ্বারা সম্ভব না। সঠিক টা আসলে কি।
চীন সরাসরি কিছু করবে না।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪১
চারাগাছ বলেছেন: দুইদিন আগের নিউজঃ লাদাখে দিল্লির সমান জায়গা চীনের দখলে
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৩
ঊণকৌটী বলেছেন: ছোটো ভাইদের কপালে আগামীতে কি সর্বনাশ আসতে চলেছে তা নিয়ে হতাশায় পাকিস্তানি ভাই বোনেরা দেখুন, Click This Link. Click This Link
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এসব যে ভরত আর তাদের দালালের করাচ্ছে সেটা তো পরিস্কার। কিন্তু তারপরেও হারামখোর ভরতের দালালদের খুশি কিছু নাই। কারণ এই দেশে সাইদ,মুগ্ধর মতো কোটি কোটি সন্তান জন্মেছে যারা জানে সোজা না হলে কিভাবে জুতিয়ে সোজা করতে হয়।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬
ঊণকৌটী বলেছেন: Click This Link
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাংলাদেশের এক হুংকারে প্যান্ট খারাপ হয়ে গেছে। চীনের সাথে হাত মিলালেতো ভরত,ভরত ছেড়ে পালিয়ে যাবে
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭
আমি সাজিদ বলেছেন: মনে হচ্ছে আপনি এখন চীনের ভেতরের লোক। তা, দল আবার পরিবর্তন করবেন না তো? আগে তো স্বৈরাচারের ভক্ত ছিলেন। এখন কমিউনিজমের দুধভাত খেয়ে আরাম পাচ্ছেন কতদিন থেকে? প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন যেমন প্রতিবাদ করার মতো, তেমনভাবে স্বাধীন দেশে অন্যদেশের হঠাৎ আগ্রাসনও নিন্দাজনক, তা ভারত আমাদের যতো শত্রুই হোক না কেন! কারন এমন আগ্রাসন একসময় আমাদের নিজেদের আঙ্গিনায়ও আসতে পারে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি কোন দলের লোক সেটা আমার ব্লগ পড়লেই বুঝতে পারবেন। আগে পোষ্ট পড়ুন তারপর মন্তব্য করুন। আগে ভারত তার রাজ্যগুলির সাথে কি কি নির্যাতন করছে সেগুলো পড়ুন। তারপর ব্লগে মন্তব্য করুণ। শেখ হাসিনা ষোল বছরে মগজে যা ঢুকিয়স দিয়ে গেছে তাই ভেবে বসে থাকেন। মতের সাথে না মিললেই এটা,ওটা বলে ট্যাগ দেওয়া হচ্ছে অসভ্যতা।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
কামাল১৮ বলেছেন: চীন কত রোহিঙ্গা রেডি করছে বাংলাদেশে পাঠানোর জন্য সেই খবর রাখেন।আদানি ও রাশিয়ার চাপ সামলান।আমেরিকার কাছে দেশ বিক্রিকরে এই চাপ সামাল দিবার ব্যবস্থা হচ্ছে।চোখ কান খোলা রাখুন।চীন ভারত নিয়ে ভাবার সময় নাই।চাচা আপন প্রাণ বাঁচা।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনার আম্মা হাসিনা গিমা নোবেলের আশায় পুরো দেশটাকে রোহিঙ্গা বানিয়ে নিজে রেফুজি হয়ে গেছে
৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
আমি সাজিদ বলেছেন: ভারত যদি তার রাজ্যদের সাথে অন্যায় করে সেটা ভারতই সামলাক। আপনাকে সামলানোর দ্বায়িত্ব দিলেন কে? ওরে বাবা।
১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০৭
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি তো শেখ মুজিবের বংশধরদের মতো কথা বলছেন। মুজিব যেমন কোন দিন স্বাধীনতা চায় নাই আপনি তেমনি স্বাধীনতার স্বাদ কি তা বুঝবেন না? শুধু মনিপুর না ভারতের প্রতিটি রাষ্ট্র স্বাধীনতার অধিকার রাখে। মনিপুর, আসাম, ত্রিপুরা, অন্ধ প্রদেশ,নাগাল্যান্ড,মিজোরাম, অরুণাচল, সিকিম,কাশ্মির এমন কি পশ্চিম বঙ্গের ও স্বাধীন হওয়া উচিত। বাই দ্যা ওয়ে
আপনি কি র এর লোক নাকি? :ভারতের বিরুদ্ধে কথা বললে, আপনি চেতেন ক্যান ভাই? ভারত বাংলাদেশে এক মাত্র প্রকাশ্য শক্রু। এটা মনে রাখবেন।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৬
গোবিন্দলগোবেচারা বলেছেন: আপনি মনিপুরের বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ রাখেন। সরকার গঠন করলে ওদের একজন জ্ঞানী সরকার প্রধান দরকার হবে। আপনি দায়িত্বে থাকলে ওদেরকে অনেকে এগিয়ে নিতে পারবেন
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সবাইকে নিজেদের মতো ভাবেন কেন? আপনি ভারতের সাথে যোগাযোগ রাখছেন সেটা ঠিক মতো রাখুন ধরা পড়লে ভারতে পালিয়ে যেতে হতে পারে। তখন না খেয়ে মরবেন।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৪
আমি সাজিদ বলেছেন: তাহলে বাংলাদেশের সিলেট স্বাধীন হোক, পার্বত্য চট্রগ্রাম স্বাধীন হোক আর আলাদা করে চট্রগ্রাম স্বাধীন হোক?
গঠনমূলক সমালোচনা করতে জানতে হবে। আবেগ আর বাস্তবতা এক নয়।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:০৮
গেছো দাদা বলেছেন: পাগলের সুখ মনে মনে !
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: পাগলেরা ভারতের পোন্দে বাশ দিয়ে দিছে।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
আদিবাসী শামুক বলেছেন: স্বাধীনতার পথে মনিপুর? হেহে। মনিপুর কেন আন্দোলন করছে, কারা আন্দোলন করছে সেগুলি কিছু জানেন? একটু বয়ান করেন শুনি।
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পক্ষে,তাদের স্বাধীনতার পক্ষে।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ধন্যবাদ, নির্যাতনের শিকার মানুষদের জন্যই এই পোষ্ট
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১২
চারাগাছ বলেছেন: গত সোমবার (৯ সেপ্টেম্বর) রিপোর্ট প্রকাশের তিন দিন পরে, ভারত সরকার এই বিষয়টি নিয়ে প্রথম মুখ খোলে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, যিনি নিজে অরুণাচল প্রদেশের এমপি ও শীর্ষস্থানীয় একজন বিজেপি নেতা, তিনি দাবি করেন যে ‘চীনা সৈন্য ভারতের ভেতরে ঢুকে পড়ার দাবিটি আদৌ সত্য নয়।’