নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

বুঝতাছিনা মামলা করুম কিনা , এখন মামলার মৌসুম চলছে । মডু ভাই্য়ের দৃষ্টি আকর্ষণ করছি ।

৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৬



বিনা অপরাধে শাস্তি, বিনা অপরাধে সাজা । সেই দিন তো এখন আর দেশে নাই । সেটা অবৈধ হাসিনা সরকারের সময় দমন-পীড়ন, নির্যাতনে আইনি ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছিলো । দেশের স্বার্থেের চেয়ে ওই অসভ্য চরিত্রহীন পরকীয়ায় আসক্ত মহিলা নিয়ম বানিয়ে ফেলেছিল । যে ময়লা, যে অপরাধ সে করেছে তা ধুয়ে মুছে পরিষ্কার করতে একশ বছর লাগবে ।

ইউনুস সাহেব দুই মাসেই সফল হয়েছেন কি, হন নাই । এই প্রশ্ন অনেক মাথা মোটা তুলছে । তবে এইমুর্হুতে এইডা কোন প্রশ্ন না । রিজার্ভে হাত না দিয়েও ইউনুস সরকার কি করে প্রায় ১৯ মিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছে সেইটাই প্রশ্ন । ব্যাংকগুলো কি করে ঘুরে দাঁড়াচ্ছে , এইডাও প্রশ্ন । কি করে তারা হাজার হাজার কোটি টাকা লুটতরাজের পরেও ব্যাংকগুলো টিকে আছে সেটাও প্রশ্ন। কিন্তু এসব প্রশ্ন অনেক আবুল-বাবুলের মাথায় আসবে না । এইডাই স্বাভাবিক ।

যাক এসব কথা বলতে এই পোষ্ট লিখছি না, পোষ্ট লিখছি সামু'র জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে । মডু ভাই, আমি তো কারো বাড়া ভাতে ছাই দিইনি, কাউকে খোঁচাখুঁচি ও করিনি । তাহলে আমাকে কেন কমেন্ট ব্যান্ড করা হলো ?

বিনা অপরাধে ব্যান্ড খাইয়া আমি তো পুরাই টাশকি খাইলাম। নাকি এইডা ব্লগের জাতীয় সমস্যা ? মডু ভাই্য়ের দৃষ্টি আকর্ষণ করছি ।
তাই ভাবছি প্রতিকার চেয়ে সামু'র বিরুদ্ধে মামলা করবো । এখন তো আন্দোলন আর পাল্টা মামলার মৌসুম চলছে :)

এইডা ফান পোস্ট সিরিয়াস নিয়েন না ;)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো উদ্যোগ।

আন্দোলন আদালতে অভিযোগ করে দেন।

৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সেটাই তো বললাম , এখন সবাই আন্দোলন মুখী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.