নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ভারত বাংলাদেশ আক্রমন করতে যাচ্ছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৫




এক সময়ের আমেরিকার ঘোষিত সন্ত্রাসী মোদী আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ট্রাম্পের কাছ থেকে চূড়ান্ত অপমানিত হবার পরেও হাজার হাজার মার্কিন ডলার ঘুষ দিয়ে আমেরিকা যাচ্ছে ট্রাম্পের হাতে,পায়ে ধরে বাংলাদেশ আক্রমণের অনুমতি চাইতে । কেননা মোদী একবার বাংলাদেশ আক্রমণ করতে পারলে আগামী নির্বাচন জঙ্গি হিন্দুদের ভোট নিশ্চিত হয়ে যাবে । যেহেতু আমেরিকা স্বার্থ ছাড়া কোন কাজ করে না সেহেতু ট্রাম্প'কে মোদী এ প্রতিশ্রুতি দিবে যে, যুদ্ধে যা অস্ত্র লাগবে তা আমেরিকা থেকে কেনা হবে ।

এ ছাড়াও মোদী আরেকটি বিষয়ে আমেরিকার নিশ্চয়তা চাইবে, ভারত বাংলাদেশ আক্রমণ করলে, পাকিস্তান ও চীনকে যেন আমেরিকা সামাল দেয় । যদিও এ ব্যাপারে ট্রাম্পের কিছু করার নাই ।

কথা হচ্ছে , ট্রাম্প কি বাংলাদেশ আক্রমণের অনুমতি দিবে ? কথায় আছে যার পাশে বন্ধু হিসাবে আমেরিকা আছে তার শক্রর প্রয়োজন পরে না । ব্যবসায়ী দৃষ্টি ভঙ্গি থেকে বিবেচনা করলে ট্রাম্প বাংলাদেশ আক্রমণের অনুমতি দিলেও পাকিস্তান ও চীনকে নিবৃত্ত করার ক্ষমতা তার নেই । তবে এখানেও আমেরিকা একটা গেইম খেলবে সেটা হচ্ছে , ইউক্রেন পুতিনের হাতে তুলে দেবার টোপ নিয়ে আমেরিকা পুতিনের দ্বারস্থ হবে। পুতিন চাইলে , চীন ও পাকিস্তানকে নিয়ন্ত্রন করতে পারে ।

পরিস্থিতি যাই হোক না কেন, টু ডে অর টু মরো , ভারত বাংলাদেশ আক্রমণ করবেই ।

হাসিনা ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে নানা ভুল-বাল তথ্য দিয়ে মোদীকে বাংলাদেশ আক্রমণের আমন্ত্রণ জানিয়ে ছিল । মোদী এবার সেটাই করতে যাচ্ছে আমেরিকার সাহায্য নিয়ে । স্বামী স্ত্রী সম্পর্ক বলে কথা ।

তাই প্রকৃত বন্ধুদের নিয়ে প্রস্তুত থাকো বাংলাদেশে, সর্তক থাকো বাংলাদেশ ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয়না তেমন হবে। যদি হয়ও তাহলে সেটা ভারতের জন্য সুখকর হবেনা। হায়দ্রাবাদ, জুনাগড়, জম্মু ও কাশ্মীর এবং সর্বশেষ সিকিম যতটা সহজ ঠিক ততটাই বাংলাদেশের ক্ষেত্রে কঠিন হবে। কিছু মূত্রখোর গোমূত্র খেয়ে বুদ হয়ে যেমন বলে বাংলাদেশ ৫ মিনিটে কোন গোমূত্রখোর আধা ঘন্টা আবার কোন গোমূত্রখোর বলে কয়েকদিনে দখল করে নেবে। ওদিকে গরুখেকো শুভেন্দুও হুমকি দেয়। বাংলাদেশি বিহীন পশ্চিমবঙ্গের হাহাকার অবস্থায় গরুখেকো একটু ক্ষ্যান্ত দিয়েছে।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৭

অগ্নিবাবা বলেছেন: বাবন ভাই, তয় আর কি, বাংলাদেশের হিন্দুদের দিয়েই শুরু করে দ্যান, যুদ্ধ বাধলেই তো এই গদ্দারেরা ভারতের পক্ষ নেবে, ঠিক কি না? মওকা পাইছেন।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৮

নতুন বলেছেন: ভারত বাংলাদেশ আক্রমন করবে এই খবর কোথায় পাইলেন?

রিপাবলিক বাংলা?

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: ভারতের সাথে আমাদের কিছুই হয় নাই।
ভারতের শুভেন্দু অধিকারী আর আমাদের দেশে কতিপয় শুভেন্দু অধিকারীর মানুসিকতার লোকেরা অযথাই ঘেউ ঘেউ করেছে।
ভারত আমাদের বন্ধু। ভারত আমাদের সাথে কোনোদিন যুদ্ধ করবে না। নো নেভার।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: যুদ্ধ চাই না
শান্তি চাই

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৫

মেঠোপথ২৩ বলেছেন: জেন-জিকে এখনও চিনে উঠতে পারেন নাই? এই সব গাঞ্জাখুড়ি গল্প শুনিয়ে মনে করছেন, তাদের ভয় দেখাতে পারবেন?

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৭

মেঘনা বলেছেন: বাবান মিঞা আফনের প্রকৃত বন্ধু কে ? পাকিস্তান ? যে আফনের দাদিরে ধর্ষণ করছিলো এবং বাপ্ দাদারে খুন করছিলো। অবশ্য আপনে জামাতি পরিবার হইলে ছাড় পাইছিলেন।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০০

নিমো বলেছেন: সামন্তবাদের দোসররাই সর্বক্ষণ যুদ্ধ চিন্তায় বিভোর।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১০

কামাল১৮ বলেছেন: আমরা মরার জন্য প্রস্তুত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.