![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
ডাক্টর ইউনুস এর মতো খারাপ লোক আমি আর একটাও দেখি নাই । আসুন দেখে নেই উনি কতোটা খারাপ -
ইউনুস সাহেবের খারাপের ফিরিস্তি ,
ক> উনি দব্যমূল্য নাগালের মধ্যে রেখেছেন ;
খ> উনি অর্থ পাচার বন্ধ করেছেন ।
গ> উনি বাংলাদেশকে ভারতের গ্রাস থেকে রক্ষা করেছেন ।
ঘ> উনি রেমিটেন্স বাড়িয়েছেন
ঙ> উনি রিজাভ বাড়িয়ে , ডলারের মূল্য নিয়ন্ত্রন করে , ব্যবসা বাণিজ্য স্বাভাবিক রেখেছেন ।
চ > উনি হাসিনার লুটপাটের জন্য নেওয়া পাহাড় সম বৈদেশিক ঋন শোধ করেছেন ।
ছ> উনি খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলো খারিজ করে , খালেদা জিয়াকে মুক্ত করেছেন ।
জ> উনি গামেন্টেস কর্মীদের বেতন ভাতা নিশ্চিত করেছেন ।
ঝ> উনি হাসিনার বন্ধ করে দেওয়া চিনি ও পাট কলগুলো পুনরায় চালু করেছেন ।
ঞ > উনি সিলেট থেকে কার্গো বিমান চালু করেছেন । মঙ্গলা বন্দরকে নিয়ন্ত্রনে নিয়ে । আয়ের পথ উমুক্ত করেছেন ।
ট > উনি বিমান বন্দরে নিজেস্ব রার্ডার বসিয়েছেন । যার ফলে কোটি কোটি ডলার আয় হচ্ছে, এ অর্থ এতোদিন ভারতে চলে যেতো
ঠ> উনি জাতিকে শক্রুর চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়েছেন ।
এগুলো সাধারণ মানুষের চোখে সাফল্য হলেও দুনীতিবাজ, অর্থ পিপাসু, নোংরা রাজনীতিতে আসক্ত ফ্যাসিস্ট হাসিনার ভক্তদের জন্য ব্যর্থতা ।
আমি অতি সাধারণ একজন মানুষ । সারাদিন কামলার মতো খাটি , রাতে বাসায় ফিরে দুটো খেয়ে দেয়ে আল্লাহর নাম নিয়ে আরাম করে ঘুমাই । বাজারে গিয়ে যখন ৪০০ টাকার পেয়াজ ৪৫ টাকায় পা্ই, ১০০ টাকার আলু ২০ টাকায় , ২০০ টাকার বেগুন যখন ২৫ টাকায় পাই। তখন এটাই আমার কাছে রাজনীতি, এটাই আমার কাছে বিদেশ নীতি, এটাই আমার কাছে ভালো মানুষি ।
বেগুনী খাওয়ার জন্য যখন জাতীকে মিষ্টি কুমড়া খাওয়ার উপদেশ শুনতে হয় না , সেটাই আমার কাছে স্বাধীনতার মন্ত্র ।
এতো এতো খারাপের মধ্যে ওনার একটি মাত্র ভালো কাজ হচ্ছে ; সেটি হচ্ছে-
ক> উনি এখনো দুনীতিবাজ , চোরবাটপার আমলা , ব্যবসায়ী ও রাজনৈতিক বেশ্যাদের বিরুদ্ধে কঠোর হতে পারেন না ।
এই একটি মাত্র ভালো কাজের জন্যই পথের নেড়ি কুকুরও এখন তাকে নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে । কুকুরের জন্য মুগুর দরকার আপনার কাছে সেটা নাই । দরকার নাই তাই আর দেশের ভালো করার । মান সম্মান বাকি থাকতে দ্রুত পদত্যাগ করে দূরে দাঁড়িয়ে মজা দেখুন । এরা কামড়া কামড়ি করে মরুক ।
২৪ শে মে, ২০২৫ বিকাল ৩:০৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এরা পোচে গলে এতোটা্ই নষ্ট হয়ে গেছে যে পাশ দিয়ে হেটে গেলেও মরার মানুষের মতো গন্ধ ছড়ায় ।
২| ২৪ শে মে, ২০২৫ বিকাল ৩:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাটপার ছাড়া বর্তমানে ইউনুসের বিরুদ্ধে কথা বলবেনা। ওরা চেচাচ্ছে অবর্জনা খাওয়ার জন্য।
২৪ শে মে, ২০২৫ বিকাল ৫:২৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দেশের সকল মানুষ ইউনুস সাহেবের সাথে আছে, থাকবে ।
৩| ২৪ শে মে, ২০২৫ বিকাল ৪:১৬
রিফাত হোসেন বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাটপার ছাড়া বর্তমানে ইউনুসের বিরুদ্ধে কথা বলবেনা। ওরা চেচাচ্ছে অবর্জনা খাওয়ার জন্য।
২৪ শে মে, ২০২৫ বিকাল ৫:২৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যুগে যুগে দেশ প্রেমিকদের বিরুদ্ধে কিছু চোর বাটপার এই ভাবেই চেচায় ।
৪| ২৪ শে মে, ২০২৫ বিকাল ৫:৪৯
ফেনিক্স বলেছেন:
উনি দক্ষ শঠ, নিজের টাকাগুলো সরায়েছে মেয়ের কাছে আমেরিকায়; আপনার মত সাহিত্যিকদের নামে উনি পশ্ছিম থেকে ডলার এনে বিলিওনিয়ের হয়েছে।
২৫ শে মে, ২০২৫ সকাল ১০:০৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আপনি যতবার যতো নামে আইডি নিয়ে ফিরে আসবেন , আপনার মন্তব্য পড়ে জনগন আপনাকে চিনে ফেলবে । কি লাভ এসব করে ?
৫| ২৪ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৬
ফেনিক্স বলেছেন:
ড: ইউনুস *দক্ষ, লোভী ও ভয়ংকর শঠ; সে দরিদ্র বাংগালীদের জন্য কেঁদে সমগ্র পশ্চিমকে প্রতারিত করে বিলিওনিয়ার হয়েছে; সে শেখ হাসিনাকে শাস্তি দেয়ার জন্য আমেরিকা, পাকিস্তান, জামাত-শিবিরের সাথে মিশে ক্যু করে জাতিকে পংগু বানায়েছে; সে ভয়ংকর অপরাধ করেছে।
৬| ২৪ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: ড. ইউনূসের সমস্যা গুলো নিয়ে লেখা উচিত ছিলো :
১- দেশের যত ভুয়া আন্দোলন তার সিংহভাগ দায় ইন্টেরিম সরকারের। এইচএসসি পরীক্ষার্থীদের মবের ভয়ে তার সরকার যে দাবী মেনে নিয়েছে সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে।
২- জুলাই আন্দোলনের ছাত্রদের অতিরিক্ত মাথায় তুলে ফেলেছেন। এখন ঘাড় থেকে নামাতে পারছেন না।
৩ - শতাধিক মাজার ভাঙা, নারী নির্যাতন ও উগ্রটাইপ কাজকর্মের ব্যাপারে ব্যবস্থা নিতে উনার সরকার ব্যর্থ।
৪ - এনসিপিকে ধ্বংস করেছেন। বেকার ছাত্রদের পড়াশোনায় না ফিরিয়ে নিয়ে তাদের কে সরকারের অংশ করেছেন। এইজন্য অল্পতেই তারা লোভী হয়ে উঠেছে। তাদের গায়ে কিংস পার্টি তকমা লেগে গেল। তাদের দিয়ে আমলা, ব্যবসায়ী ও বিচারপতি অপসারণ করানোর জন্য মব সৃষ্টি করে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছেন।
৫ - শিক্ষকদের জোর কড়ে ছাত্রদের মাধ্যম্ব মব সৃষ্টি করে পদত্যাগ করানো বিশ্রী নির্দশন হয়ে থাকবে। সব কিছুর জন্য যথাযথ নিয়ম কছে।
৬ - ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ কে উপদেষ্টা পদ থেকে রিজাইন করতে না বলা। আসিফ পিনাকি গংদের কথা শুনে সেনাপ্রধানকে প্রদেশের বিরুদ্ধে দাড় করানো ধৃষ্টতা দেখিয়ে যোগ্যতা হারিয়েছেন।
৭ - রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা করা। ড. ইউনূস বারবার বলেছেন উনার নিয়োগকর্তা ছাত্ররা। অভ্যুত্থানের ক্রেডিট কেবল ছাত্রদের ! এখন বিএনপির সামান্য ঝটকা সামলাতে তিনি পারছেন না। সেনাপ্রধানের নরমাল বক্তব্য চাপ মনে হয় ।
৭| ২৪ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দালালি করে কেমন পাচ্ছেন?
৮| ২৪ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজের কর ফাঁকিসহ সব মামলাগুলোর কী খবর? শেয়ার বাজারের কী অবস্থা? তার লোকজনের কী হালচাল?
উপদেষ্টা আসিফের এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন তদবির বাণিজ্যের অভিযোগ, সালাউদ্দিন তানভীরের অপকর্ম ফাঁস
৯| ২৫ শে মে, ২০২৫ সকাল ৯:৩৬
আমি ব্লগার হইছি! বলেছেন: উনি যদি করিডোর দেয়ার নাম করে দেশের সার্বভৌমত্ব কে ঝুঁকির মধ্যে না ফেলেন আর চট্টগ্রাম পোর্ট বিদেশিদের হাতে না তুলে দেন, তাহলে উনাকে সাপোর্ট করতে পারি। দেশ রসাতলে যাচ্ছে, আরো যাক, কোন সমস্যা নেই।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০২৫ দুপুর ২:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কোন দেশের মানুষ যখন চরম দুর্নীতিবাজ হয়ে যায় তখন সেই দেশের নষ্ট মানুষগুলো ধর্মকর্ম বেশী বেশীই করে।
বাংলাদেশ এখন সেই পর্যায়ে আছে।
অফিসের টপ টু বটম - বিগ বস থেকে স্মল পিয়ন পর্যন্ত মুখে দাড়ি মাথায় টুপি আর কপালে কালো দাগ।
কিন্তু চরম ঘুষখোর।
সব চেয়ে বড় কথা এরা বেশরম।
কোন লজ্জা শরম নাই।