![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
ইউনুস সাহেবের বিএনপিকে অতি মাত্রায় আশ্রয় প্রশ্রয় দেওয়ার ফলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি । যেসব সন্ত্রাসী ও দুনীতিবাজ ব্যবসায়ীরা কিছুদিন আগেও হাসিনার পা চাটতো । তারাই এখন বিএনপির আতি পাতি নেতার পা চেটে সিন্ডিকেট বজায় রেখেছে ।
ইউনুস সাহেব হয়তো মনে করেছেন , তাকে বিএনপি আন্দোলন করে প্রধান উপদেষ্টা বানিয়েছে । তাই তো তিনি , দায়িত্ব নিয়েই খালেদা জিয়াকে সকল মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করে দিলেন ।
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি , তিনি কারো করুন , দয়া ভিক্ষা নিয়ে বাঁচার রাজনীতি করেন না । তাই যদি করতেন , তাহলে অবৈধ হাসিনা অনেক অফারই তাকে দিয়ে রেখেছিলো । খালেদা জিয়া সেসব গ্রহণ করে নাই বলেই ১৬ বছর জেলে ছিলেন । দেশবাসী এটাও জানে; খালেদা ,তারেক জিয়ার বিরুদ্ধে করা সবকটা মামলা মিথ্যা ও ভুয়া । তাই সেগুলো এমনিতেও টিকতো না ।
কিন্তু ইউনুস সাহেব দায়িত্ব নেওয়ার পরেই যেভাবে মামলাগুলো উঠিয়ে নেওয়া হলো । তাতে বিএনপির সন্ত্রাসী নেতা কর্মীদের কাছে ভুল ম্যাসেজ গেছে তারা মনে করেছে, বিএনপি দেশের আইনের ঊর্ধ্বে । এ জন্যই থানাতে ঢুকে বিএনপির পলাতক নেতাদের ওসির চেয়ারে বসে হুকুম চালাতে দেখা গেছে । সর্বত্র চাদাবাজির রাজত্ব কায়েম করেছে ।
ইউনুস সাহেবের বিএনপির প্রতি অতি মাত্রায় নমনীয় মনোভাব দেশের ক্ষতি করছে ।
সন্ত্রাসী চাঁদাবাজ ও দুর্নীতিবাজ ব্যবসায়ীরা বিএনপি নেতাদের হাত করে সিন্ডিকেট চালু রেখেছে । দেশকে সন্ত্রাস , চাঁদাবাজ ও দুনীতিগ্রস্থ হারামখোর ব্যবসায়ীদের হাত থেকে বাচাতে হলে । ইউনুস সাহেবকে পক্ষপাতিত্ব বাদ দিয়ে নিরপেক্ষ থাকতে হবে । অপরাধী যে ই হোক না কেন , কঠিন শাস্তির আওতায় আনতে হবে ।
২| ১৩ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১১
মাথা পাগলা বলেছেন: নিজেই যখন বাটপারির আইকন, তখন তো অন্য বাটপারকে দোষ দেওয়া যায় না - এটাই ইউনুস গংয়ের রাজনীতি।
৩| ১৩ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
কামাল১৮ বলেছেন: খালেদা জিয়ার জেল হয়েছিল দশ বছর।উনি ১৬ বছর জেল খাটলেন কেন? তিনি বাসাতেই ছিলেন।সত্যিকার জেলে তিনি একদিনের জন্যও জান নাই।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫০
সৈয়দ কুতুব বলেছেন: এনসিপির টাকা কে দেয় ? নেতাদের পেশা কি ?