নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

ইউনুস সাহেবের বিএনপির প্রতি নমনীয় মনোভাব দেশের ক্ষতি করছে

১৩ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৫



ইউনুস সাহেবের বিএনপিকে অতি মাত্রায় আশ্রয় প্রশ্রয় দেওয়ার ফলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি । যেসব সন্ত্রাসী ও দুনীতিবাজ ব্যবসায়ীরা কিছুদিন আগেও হাসিনার পা চাটতো । তারাই এখন বিএনপির আতি পাতি নেতার পা চেটে সিন্ডিকেট বজায় রেখেছে ।

ইউনুস সাহেব হয়তো মনে করেছেন , তাকে বিএনপি আন্দোলন করে প্রধান উপদেষ্টা বানিয়েছে । তাই তো তিনি , দায়িত্ব নিয়েই খালেদা জিয়াকে সকল মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করে দিলেন ।

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি , তিনি কারো করুন , দয়া ভিক্ষা নিয়ে বাঁচার রাজনীতি করেন না । তাই যদি করতেন , তাহলে অবৈধ হাসিনা অনেক অফারই তাকে দিয়ে রেখেছিলো । খালেদা জিয়া সেসব গ্রহণ করে নাই বলেই ১৬ বছর জেলে ছিলেন । দেশবাসী এটাও জানে; খালেদা ,তারেক জিয়ার বিরুদ্ধে করা সবকটা মামলা মিথ্যা ও ভুয়া । তাই সেগুলো এমনিতেও টিকতো না ।

কিন্তু ইউনুস সাহেব দায়িত্ব নেওয়ার পরেই যেভাবে মামলাগুলো উঠিয়ে নেওয়া হলো । তাতে বিএনপির সন্ত্রাসী নেতা কর্মীদের কাছে ভুল ম্যাসেজ গেছে তারা মনে করেছে, বিএনপি দেশের আইনের ঊর্ধ্বে । এ জন্যই থানাতে ঢুকে বিএনপির পলাতক নেতাদের ওসির চেয়ারে বসে হুকুম চালাতে দেখা গেছে । সর্বত্র চাদাবাজির রাজত্ব কায়েম করেছে ।

ইউনুস সাহেবের বিএনপির প্রতি অতি মাত্রায় নমনীয় মনোভাব দেশের ক্ষতি করছে ।
সন্ত্রাসী চাঁদাবাজ ও দুর্নীতিবাজ ব্যবসায়ীরা বিএনপি নেতাদের হাত করে সিন্ডিকেট চালু রেখেছে । দেশকে সন্ত্রাস , চাঁদাবাজ ও দুনীতিগ্রস্থ হারামখোর ব্যবসায়ীদের হাত থেকে বাচাতে হলে । ইউনুস সাহেবকে পক্ষপাতিত্ব বাদ দিয়ে নিরপেক্ষ থাকতে হবে । অপরাধী যে ই হোক না কেন , কঠিন শাস্তির আওতায় আনতে হবে ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৫০

সৈয়দ কুতুব বলেছেন: এনসিপির টাকা কে দেয় ? নেতাদের পেশা কি ? :P

২| ১৩ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১১

মাথা পাগলা বলেছেন: নিজেই যখন বাটপারির আইকন, তখন তো অন্য বাটপারকে দোষ দেওয়া যায় না - এটাই ইউনুস গংয়ের রাজনীতি।

৩| ১৩ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

কামাল১৮ বলেছেন: খালেদা জিয়ার জেল হয়েছিল দশ বছর।উনি ১৬ বছর জেল খাটলেন কেন? তিনি বাসাতেই ছিলেন।সত্যিকার জেলে তিনি একদিনের জন্যও জান নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.