নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে \"আমার কবিতা নামে\" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

সাখাওয়াত হোসেন বাবন

আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।

সাখাওয়াত হোসেন বাবন › বিস্তারিত পোস্টঃ

নেই ঘুম নেই (অনু গল্প)

১৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:১৯



এক

কি অদ্ভুত তাই না?
যে আমি বিছানায় গা এলিয়ে দিলেই ঘুমিয়ে পড়তাম। সেই আমি এখন নিশাচর প্রাণীর মতো নিঘুম কাটিয়ে দেই রাতের পর রাত !

দুই
চিকিৎসক
নাড়ি টিপে, চোখ টেনে,জ্বিহবা দেখে অসুখ খুঁজে না পেয়ে ফিসটা বুঝে নিয়ে হিজিবিজি অক্ষরে "রিলাক্সজিন" নামের একটা ঘুমের ওষুধ লিখে দিয়ে শেষমেশ যেনো ইজ্জত বাঁচাবার খাতিরেই গম্ভীর মুখে বললেন,"চিন্তা কিছু নেই; দুটো খেলেই মহিষের মতো ঘুমাবে৷"
আমি, মনে মনে হাসি আর ভাবি-
পাগল কি গাছে ধরে ?

তিন

ব্যাটা ভুল করে যদি
ওষুধের জায়গায় তোমার নামটা লিখে দিতো; তাহলে, পরম নিশ্চিন্তে ঘুমিয়ে কাটাতে পারতাম
কয়েক যুগ।

শেষ।
১৬.০৭.২৫

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১০

কিরকুট বলেছেন: হেবি ডোজের ঘুমের ঔষধ খান । তারপর অন্তত দুই দিন আপনাকে খুজে পাওয়া যাবে না । গ্যারান্টি ।

১৭ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:১৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি মনে মনে হাসি আর ভাবি ;
পাগল কি গাছে ধরে :D

২| ১৮ ই জুলাই, ২০২৫ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.