![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার পরিচয় একজন ব্লগার, আমি সাহসী, আমি নির্ভীক, আমি আপোষহীন । যা বিশ্বাস করি তাই লিখি তাই বলি ।
ফ্যাসিস্ট হাসিনা খুনের পর লাশ গুম করতো , লঞ্চ ডুবি হলে পেটে কেটে লাশ ভাসিয়ে দিতো । গার্মেন্টস ফ্যাক্টরিটি আগুনে পুরো মারা গেলেও মৃতের সংখ্যা কমিয়ে প্রকাশ করতো ।
হাজার মানুষের প্রাণের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে , তারাও কি একই কাজ করছে ?
মাইলস্টোনের যে বিল্ডিং এ প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিল্ডিং মোট তেরোটি সেকশন ছিল । প্রতিটি সেকশনে ছাত্রছাত্রীর সংখ্যা ৩৫ করে মোট ৪৫৫ জন । সংখ্যাটা যদি অর্ধেক ও ধরি তবুও মৃতের সংখ্যা একশ ছাড়িয়ে যায় । প্রত্যক্ষ দর্শিদের বর্ণনা মতো দুই দফায় , ৪০ টির ও ২০ করে মোট ৬০ লাশ হেলিকপ্টারে করে ঘটনাস্তল থেকে নিয়ে যাওয়া হয়েছে । অথচ মৃতের সংখ্যা এখনো নাকি - ২২ !
প্রশ্ন হচ্ছে, কাদের বুদ্ধিতে মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে এমন লুকোচুরি করা হচ্ছে ? যারাই এর সাথে জড়িত থাকুন না কেন , তাদের মনে রাখা উচিত হাসিনাকে তাড়াতে পারলে তারা কোন ছাড় ।
একজন ছাত্র,ছাত্রীও নিখোঁজ থাকলে আম জনতা রাস্তায় নেমে আসবে । তখন নোবেল প্রাইজ দিয়ে তাদের ঠেকানো যাবে না । কিছু অথর্ব পুরো জাতিকে অথর্বে পরিণত করছে । এটা আর মেনে নেওয়া হবে না ।
বিমান দূর্ঘটনায় , প্রকৃত আহত ও নিহতদের সংখ্যা , দ্রুত প্রকাশ করতে হবে । তা না হলে এই সরকার বিরোধী আন্দোলন ধানা বেধে উঠবো ।
২| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ১১:২৫
সুলাইমান হোসেন বলেছেন: দুর্ঘটনায় লুকোচুরির কিছু নেই,সবকিছু প্রকাশিত
৩| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: সব কিছুতে আওয়ামীলীগকে কেন টেনে আনেন?
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৫২
সৈয়দ কুতুব বলেছেন: কে বলেছে সরকার লাশ লুকাইতেসে ? গুজবে কান দিবেন না ।