নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশেষ কিছু নেই।

সামরিন হক

সামরিন হক › বিস্তারিত পোস্টঃ

চা শ্রমিকের বাগান

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫০

মাথায় বাঁশের ছাতা
আর কাঁধে ঝোলা
সকাল সকাল ছোটে
বাগানে , শ্রমিকেরা ।

বেলা বেড়ে ওঠার সাথে
ভরে ওঠে ঝুলি
নারী চা-শ্রমিকের যাদু,
হাতের অঙ্গুলি ।

কাটছে জীবন তাদের মানবেতর
আহারও জোটে না তাদের
দু’বেলা এক মুঠো
এ সবই জানে তাদের মালিকপক্ষ
দেয় না তবুও দাম ,শ্রমের সঠিক মূল্য ।

ক্ষুধার জ্বালায় ,না পেরে যখন
এই শ্রমিকেরাই নামে পথে ,
করে আন্দোলন ।
ন্যায্য দাবী তাদের ,
মানার এই আহবান ।
জ্বলে ওঠে শ্রমিকপক্ষ তখন
একটাই তাদের স্লোগান ।

জেগে ওঠে
ভাড়াউড়া , খাইছড়া
আর সারা বাংলা
চা-বাগান উত্তাল
কাজে তারা যাবেনা ।

দিতে হবে যুগোপযোগী
তাদের শ্রমের মূল্য
নইলে এই আমরাই
চিরকাল লড়ব ।

ভেবে দেখ
পাহাড়ি ঢালুতে
সবুজের সারি
চা-শ্রমিক নেই সেথা
যেন প্রাণহীন ভূতপুরী।

২১ আগস্ট ২০২২
সা•হ•

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.