![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে পুরুষ কি ?
আমার জানা শ্রেষ্ঠ মানুষ
রণ ক্ষেত্রে নারীর অজেয় ঢাল ।
আসলে পুরুষ কি ?
আমার চেনা প্রিয় মুখ
ক্ষুধার্ত রমনির সহস্র সন্মানি আহার ।
আসলে পুরুষ কি ?
আমার ভাবনায় নরম মনা
অবসন্ন স্ত্রীর শীতল পাটি ।
৩ মে ২০২০
SH
......... (হয়তো চলবে)
১০ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৩
সামরিন হক বলেছেন: আচ্ছা মানুষের প্রকৃত সংজ্ঞা অনুযায়ী কি মানুষ ,মানুষ হতে পেরেছে ?
সেরকম আমরা পুরুষ চাই এমন কিন্তু নকল পুরুষের তো পৃথিবী ছেয়ে আছে বা কারো সামান্য দায় নেই পুরুষের প্রকৃত রূপ নিয়ে ।তবুও কিছু মানুষ তো আছেই ।তাদের উদ্দেশ্যে আমার এই শ্রদ্ধা ।
লিখার সময় যেমন মনোভাব ছিল এখনও একই ।
ধন্যবাদ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৫২
একজন আরমান বলেছেন:
বাহ সুন্দর দৃষ্টিভঙ্গি।
শুভকামনা রইলো।
১০ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৪
সামরিন হক বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইল ।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৫
জুল ভার্ন বলেছেন: পুরুষের দশ দশা, কখনও হাতি কখনও মশা।
১০ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৫
সামরিন হক বলেছেন: নারী-পুরুষ , সবার একই দশা ।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৬
পোড়া বেগুন বলেছেন:
এটাতো ২০২০ সালের কথা!
এখনো কী পুরুষের প্রতি আপনার সেই মনোভাব আছে, নাকি বদলেছে অনেক খানি?