![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি , কার্টুন আকিঁ আর বিশ্বাস করি আমার দেশের সব সম্ভবনা শেষ হয়ে যায়নি
নানার পরিচয়ে তিনি পরিচিত ছিলেন: কার্টুনিস্ট, লেখক, পরিচালক, প্রযোজক, প্রকাশক, সম্পাদক ও ব্লগার। আমাদের শান্ত ভাই। তারিকুল ইসলাম শান্ত ।
ছেলে বেলায় তার কার্টুন দেখে বড় হয়েছি। এই গুনি মানুষটির সাক্ষাত পাই ২০১১ সালে। কার্টুনিস্ট রকি ভাই পরিচয় করিয়ে দেন।
শান্ত ভাইয়ের এই আকালে মৃত্যু বুকের ভেতরটা ভেঙে চৌচির করে দেয়।
শান্ত ভাই তাঁর কার্টুনে, লেখায়, পরিচালনায়, প্রকাশনায় যুদ্ধাপরাধী ঘৃণ্য রাজাকার গোষ্ঠীর সর্বচ্চ শাস্তি ফাঁসির দাবিতে লড়ে গেছেন।
তাঁর সংগ্রাম সফল হবেই_ এই বাংলার পবিত্র মাটি কলঙ্ক মুক্ত হবেই হবে।
শুধু বিজয়ের মিছিলে শান্ত ভাইকে পাবো না। :'(
ছবি: প্রজন্ম চত্বরে তারিকুল ইসলাম শান্ত
©somewhere in net ltd.