![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি , কার্টুন আকিঁ আর বিশ্বাস করি আমার দেশের সব সম্ভবনা শেষ হয়ে যায়নি
টাকা যেমন আমাদের আর্থিক নিরাপত্তা দেয়। তেমনি টাকাও নিরাপদে রাখার প্রয়োজন হয়। টাকা নিরাপদে রাখার জন্য আমরা যে কত পদ্ধর্তি ব্যবহার করি তার ইয়াত্তা নেই। জামা-প্যান্টের-ওয়ালেটের গোপন পকেট। এমনকি জুতার ভেতরে টাকা লুকিয়ে রাখা। এখন আবার মোবাইল ফোনেও নিরাপদে টাকা রাখা যায় 'বিকাশ'-এর মাধ্যমে।
খুব অবাক হয়ে গেছিলাম 'বিকাশ'-এর মাধ্যমে মোবাইল ফোনে নিরাপদে টাকা রাখা যায় কি ভাবে? যেখানে মোবাইল ফেন চুরি-ছিন্তায় হয় খুব বেশি। পরে বিস্তারিত জেনে দেখলাম আসলেই নিরাপদে টাকা রাখা যায় 'বিকাশ'-এর মাধ্যমে। ব্যাপারটা হল আমার টাকা থাকবে আমার মোবাইল ফোনের বিকাশ নম্বরে। বিকাশ একাউন্টের একটা PIN থাকবে। যেটা ছাড়া বিকাশ একাউন্টে ঢুকা যাবে না। টাকা সরানো তো দূরের কথা। আর ফোন খোয়া গেলে সমস্যা নাই, টাকা খোয়া যাওয়ার সম্ভবনা একেবারেই নাই। কারণ PIN তো নিজের কাছে। নতুন সিম তুলে নিলে আবার নিজের টাকা নিজের কাছে।
২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২
রসের হাড়ি বলেছেন: Bikash ta upokari. amio use kori.
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশত !