নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি যদি আজ পাশে থাকতে,তাহলে আমার স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হত না . . . . . .

সিগারেটের ধোঁয়ার মত যদি, নিজের কষ্টগুলোকে পুড়িয়ে ফেলা যেত । তাহলে হয়তো অনেক আগেই তোমাকে ভুলে যেতাম . . . . . . .

স্বপ্ন দুঃস্বপ্ন

আমি সাধারন ছেলে, স্বাধীন ভাবে থাকতে ভালবাসি, মনের প্রশান্তির জন্য লেখালেখি করি..................

স্বপ্ন দুঃস্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

কাব্যঃ কষ্ট

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৫

কষ্টে ভরা আমার এ জীবন,

কষ্টকে ছাড়া,

আমি এক মুহ্নর্ত থাকতে পারি না|

কষ্টই যে আজ আমার জীবন|

আমার খেলার সাথী|



ওর কথা মনে হলে,

কষ্ট পাই কেন?

আমার তো ভাল লাগার কথা|

কিন্তু, ও যে অনেক দুরে,

ওর সাথে কতকাল আমার দেখা হয় না|

কষ্টে থাকে আমার এ মন|



ওর সাথে কখনো দেখা হলে,

বুকে প্রচন্ড ব্যাথা হত|

বুকটা আমার কেঁপে কেঁপে উঠতো|

আজানা ব্যাথায় ভরে যেত মন|



শত ব্যাথার মাঝেও, আমি অনুভব করতাম,

ওকে দেখার আনন্দ|



আজ জানি না,ওর কথা মনে হলে,ওকে দেখলে|



কেন কষ্টে ভরে যায়?

আমার এ মন|







-দুঃখ বিলাস

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৪ রাত ৮:৪২

কাঠ পাতা বলেছেন: ভাই আপনার কয়েকটা লেখা পরলাম অনেক ভালো লাগলো।

২| ২৪ শে জুন, ২০১৪ রাত ৮:৫৬

স্বপ্ন দুঃস্বপ্ন বলেছেন: ধন্যবাদ @কাঠপাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.