| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দুঃস্বপ্ন
আমি সাধারন ছেলে, স্বাধীন ভাবে থাকতে ভালবাসি, মনের প্রশান্তির জন্য লেখালেখি করি..................
আমি যাচ্ছি চলে
দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে|
মানচিত্রের শেষ থেকে শুরুতে,
দক্ষিন থেকে উত্তরে|
হাজারও লাল,
নীল সবুজ আলো,
পাহাড় সমতলে,
ঢেউ খেলে
হাইওয়ে রোড পাড়ি দিয়ে|
ছুটে চলছি আমি,
আমার স্বপ্নের বাড়ির ঠিকানায়,
প্রশান্তির ছোট্ট নীড়ে |
যেখানে কাটিয়েছি,
আমার শৈশব,
আমার ছেলেবেলা ।
যেখানে আছে,
হাজারও স্মৃতি বিজড়িত আমার গ্রাম আর পাঠশালা
।
দুরন্ত বালকের মত নদীতে লাফ ঝাঁপ,
সাঁতার আর ছুটে বেড়ানো আমার খেলার বিকেল|
ফিরে যাচ্ছি আমি,
যেখানে রয়েছে আমার,
বাল্যকালের বন্ধু
আর স্বজন|
আমি যাচ্ছি চলে,
ফিরে যাচ্ছি আমি . . .
©somewhere in net ltd.