| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লে ম্যান
আমি কোন সুপারহিরো নই|কেন না আমি মাটির তৈরি সাধারন মানুষ|
আমি,আমার দেশ, মাটি ও মা,
যে ভাষায় কথা বলি|
তুমি আর কোনও ভাষায় কথা বলে,
এমন তৃপ্ত হবে না|
যে ভাষায় আমি কথা বলি,
সে আমার বাংলা ভাষা,
আমার প্রাণের আশা|
বাংলা ভাষায় কথা বলে,
আজ আমি গর্বিত,
আজও আমি উচ্ছ্বাসিত|
রাজপথে আন্দোলন,তীব্র বিহ্মোভ, আর আমার ভাইয়ের লোহিত রক্তের বিনিময়ে পেয়েছি|
এই বাংলা ভাষা,আমার মায়ের ভাষা|
বিশ্বের আর কোথাও খুঁজে পাব না কো তুমি|
ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস|
তাইতো আমাদের ভাইদের,আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি|
অমর একুশে ফেব্রুয়ারীতে|
©somewhere in net ltd.