নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন বুদ্ধিতে ভাত, পরের বুদ্ধিতে হাভাত।আপন বুদ্ধি ছিল ভাল,পর বুদ্ধিতে পাগল হল।আপন বুদ্ধিতে ফকির হই, পর বুদ্ধিতে বাদশা নই।

শামসুল হক চাঁটগাঁইয়া

আমি প্রচলিত - অপ্রচলিত কিছু চাটগাঁইয়া প্রবাদ এখানে তুলে ধরার চেষ্টা করব , আশাকরি ভালো লাগবে। এছাড়াও আমার লিখা ছড়া - কবিতা আর ৬৪ জেলা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব ।

শামসুল হক চাঁটগাঁইয়া › বিস্তারিত পোস্টঃ

চাটগাঁইয়া প্রচলিত কথাবার্তা : পর্ব এক

১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৪৪

১) বেয়াক্কিন এইল্লে শাকিম বেদরবিল্লে গরি ফেলাই গেলিগুদি, তোর কেন আক্কল!

"শাকিম বেদরবিল্লে"

এই শব্দের শাব্দিক অর্থ আমি জানিনা। কোন ভাষা থেকে উৎপত্তি তাও জানিনা।
তবে হযবরল বা ভীষণ অগোছালো অবস্থা বুঝতে এই অদ্ভুত শব্দটা ব্যবহার করতে দেখছি।

২) যত হরিপ তত গরিব

কিছু পাবলিক আছে কাজ দেখলে মাথা খারাপ হয় বা কাজ করলেও এমন ভাবে করে যেন কাজের সাথে মসকারা করছে।
মানে চরম ফাঁকিবাজ।
ফাঁকিবাজ বেশিরভাগ সময় নিজের অজান্তে নিজেকে ফাঁকি দিয়ে থাকে। এদের তেমন একটা উন্নতি হয়না।

৩্) তুঁই মতে মতে চুরি গড়ি হাই গেলা ভালা মানুষ সাজি একদিন ধরা হাইলি ইজ্জত পাংচার।

দশদিন বাঁচি গেলেও একদিন ধরা পরা লাগে।

৪) সোনা চিনে সোনার বাইন্নে
লোয়া চিনে হামারে

যার যা কাজ , সে তাই ভাল বুঝে।


৫) হাইত পাইল্লি ফইরে ভালা
হাইন্নপাইল্লি ফইরে আলা

এমন অনেক মানুষ আছে , যাদের কাছে আপনি ততক্ষনই ভাল যতক্ষণ আপনি তাদের আবদার পূরণ করবেন।
আর না করতে পারলে ভালা ( ভাল ) থেকে শালা হতে সময় লাগবেনা।









মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:২৭

ডার্ক ম্যান বলেছেন: চালিয়ে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.