![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রচলিত - অপ্রচলিত কিছু চাটগাঁইয়া প্রবাদ এখানে তুলে ধরার চেষ্টা করব , আশাকরি ভালো লাগবে। এছাড়াও আমার লিখা ছড়া - কবিতা আর ৬৪ জেলা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব ।
১) ওদারে গোদায় ভাড়ায়
গোদারে খোদায় ভাড়ায়
ওদা মানে আনাড়ি , বোকা , সোজাসাপটা লোক।
গোদা মানে নেতা , চালক চতুর লোক।
ভাড়ায় মানে ঠকানো।
যে সরলতার সুযোগ নিয়ে মানুষ ঠকায় , একটা সময় সে নিজেও ঠকে ,খোদাই তাকে ঠকায়।
২) ছল্লুকুর নাও ফারর উদ্দি চলে
ছল্লুকুর মানে রুপকথা
রুপকথার নৌকা পাহাড়ের উপর দিয়েও চলে যা বাস্তবে অসম্ভব।
অনেকটা বলা সহজ করা কঠিন এমন বুঝাতে এই বাক্য প্রয়োগ করা হয় .
৩) বনর যোগী গাঁতর হিয়েল
তে নচিনে বেয়ান বিয়েল
বনের যোগী গর্তের শিয়াল
তারা বুঝেনা সকাল বিকাল
যোগী আর শেয়াল ওদের কোন সময় অসময় নাই, কখন যে কি করে শুধু ওরাই জানে। সমাজে এমন অনেক লোক আছে যাদের সময় জ্ঞান কম , ওয়াক্ত বুঝেনা , কোন কাজ কখন করতে হয় তা মানে না বা জানেনা।
কারো যদি সময় জ্ঞান না থাকে তাকে উদ্দেশ্য করে এ ধরনের বাক্য বলা হয়
৪) বাঙাল একটা মনিষ্যু নয়
কেবল একটা জন্তু
গাধার মত পোঁজা বয়
লেজ নাই কিন্তু
বাঙালী দেখতে মনুষ্য রুপী হলেও সে আসলে লেজ হীন এক প্রকার গাধা ।
সারাটা জীবন শুধু পরের বোঝাই টেনে যায়। নিজে কিছু পায় না ।
৫) উপদেশমূলক বাণী : সময় থাকতে আডো , সম্পদ থাকতে বাডো
- সময় থাকতে হাঁটো , সম্পদ থাকতে বিলি করো
©somewhere in net ltd.