![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রচলিত - অপ্রচলিত কিছু চাটগাঁইয়া প্রবাদ এখানে তুলে ধরার চেষ্টা করব , আশাকরি ভালো লাগবে। এছাড়াও আমার লিখা ছড়া - কবিতা আর ৬৪ জেলা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব ।
আশত্ তারা (আকাশের তারা)
-------------------------------------
ওয়া ইভে আশত্ তারা ন
পূর্ণমাষির চান
বউত কেও আইবু জাইবু
খোলা রাইক্ষু চোখ হান
রাইতে দিনে তোয়াই যারে
ন ফাই ধারে হাছে
কেউ কেউ টেঁয়া হাই
এঁন মাইনষুর লও নাছে
পাঁচ বছরে উগগো ভোট
চাই চিতি দিও
হাসান ভাই যোগ্য নেতা
তাঁর সালাম লইও
হাসান ভাই আইশশি আবার
নৌকা মার্কা লই
তিরিশ তারিখ হইবু আঁরার
হাসান ভাইয়ুর জয়
আগে যাদের ভোট দিছি তারা ছিল "আশত্ তারা" ( আকাশের তারা)। এই তারা সেই তারা না। এই তারা হল ভোটের পর দূরবীন দিয়ে খুঁজলেও আর দেখা যায় না যাদের। ভোটের আগে দুএকবার তাদের দেখা পাওয়া গেলেও ,ভোটের পরে তারা তারা'র থেকেও দুরে চলে যেত।আম জনতা কখনো তাদের প্রয়োজনের সময় খুঁজে পায়নি। পূর্ণিমার চৌদ্ধ তারিখ আকাশে চাঁদ উঠলে যেমন দরজা খুলতেই দেখা যায়, তেমনি একজন নেতা আমাদের হাসান ভাই। তিরিশ তারিখে তাই হাসান ভাইয়ের জয় দেখতে চাই ।
©somewhere in net ltd.