![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রচলিত - অপ্রচলিত কিছু চাটগাঁইয়া প্রবাদ এখানে তুলে ধরার চেষ্টা করব , আশাকরি ভালো লাগবে। এছাড়াও আমার লিখা ছড়া - কবিতা আর ৬৪ জেলা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব ।
আমার ছেলে বেলা
--------------------------
বন্ধু ছিল বনের পাখি
সারাটা দিন সাথে রাখি
কাটত সময় বন বাদারে
মনটা থাকত পাখির নীড়ে
আম গাছে নয় জাম গাছে
পেত আমায় খুঁজলে পাছে
কফি কলা লেবু পেয়ারা
সফেদা বরই লিচু আমরা
জামরুল বা জলপাই
পাকলে খবর আমিই পাই
হাফ পেন্টের পকেট গুলো
বেরোই থাকত সদা
ভাল্ব ব্যাটারি মোটর তার
থাকত এক গাদা
মেশিন ঘরের বেয়ারিং
ভুলেও হত না শেয়ারিং
বাগানের টং বাড়ি
সাথে থাকত আমার গাড়ি
ঠেলার লোক মেলা ছিল
গাড়ি চড়ার লোভে
ওদেরকেও চড়তে দিতাম
আমার মিটলে তবে
বর্ষাকালে বানিয়ে নিতাম
কলা গাছের ভেলা
আমার গড়া খেলনা দিয়েই
চলত সবার খেলা
বড় বলে পিটুনি গুলো
আমার ভাগেই জুটত
ছোটরা সব ধোয়া তুলসী
আমায় ফেলে ছুটত
বড় যতই হইনা কেন
যায় কি তারে ভোলা
এমনি করেই ফুরিয়ে গেল
আমার ছেলে বেলা
----------------------------------------------------------------------------------
সামসুল হক
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:১২
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ছেলেবেলার অনেক বিষয় তুলে ধরলেন দেখছি !