![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রচলিত - অপ্রচলিত কিছু চাটগাঁইয়া প্রবাদ এখানে তুলে ধরার চেষ্টা করব , আশাকরি ভালো লাগবে। এছাড়াও আমার লিখা ছড়া - কবিতা আর ৬৪ জেলা ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করব ।
এ ঘাটের নাম
দৌলতদিয়া
ফিরতে পারিনি কভু
দৌলত নিয়া
আছে পঁচা আম জাম
তাও আবার চড়া দাম
আসেনা অভিযোগ
সবাই যে পথিক
সে সুযোগে তারাও
লাভ নেয় অধিক
ছড়া দেখেই নিয়েছি
কলা কাঁচা -পাকা
আসা করি থাকবেনা
কার্বাইড মাখা
জানিনা কলা কোন
দৌলত কিনা
এতেই সেরে দেব
গুরু দক্ষিণা
লিখেছেনঃসামসুল হক (২০১৪ সালে লিখা ছড়া)
২| ০১ লা অক্টোবর, ২০২৩ দুপুর ১২:২৪
সাহাদাত উদরাজী বলেছেন: নূতন লিখুন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০২৩ রাত ১২:০০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাই সে চিন্তা বাদ,

নেন এবার পদ্মা সেতুর আস্বাদ
এখন চাই চুটকি
মনে লাগবে ফুলকি ... ... ...