নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
এক দম্পতি দুই দিন পর পর মানুষের সাহায্য চায়। আজকে ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে এসে বলল, তার মেয়ে তার স্ত্রীকে প্রচুর মারধর করছে। হাতে পায়ে ধরে আমার বরকে নিয়ে গেলো। কেউ কি এই দম্পতিকে সাহায্য করতে পারবে? মেয়েটার কি মানসিক ডাক্তার প্রয়োজন? কোন মানসিক ডাক্তার কি বিনামূল্যে সাহায্য করবে? পুলিশ ডাকলে পুলিশ হয়তো একটু শাসাবে বা বুঝাবে। আমার মনে হয় না এর চেয়ে বেশি কিছু হবে।
২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:১১
ফারহানা শারমিন বলেছেন: সবাইকে নিয়ে ভালো থাকতে চাই।
২| ২০ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১১
শায়মা বলেছেন: মেয়েটাকে পুলিশ ধরায় দেয় না কেনো বাবা!!!
পাড়া প্রতিবেশীকে জ্বালাতে পারে আর পুলিশ ডাকতে পারে না!!!
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৯
ফারহানা শারমিন বলেছেন: আপু পুলিশতো কোন স্থায়ী সমাধান না। যে ঘায়ের যে ওষুধ। আমার মনে হয় কাউন্সেলিং দরকার। মেয়ের ও মা বাাবারও।
৩| ২১ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৩
জটিল ভাই বলেছেন:
আগে জানা দরকার মেয়ে এমন কবে হতে আর কেনো করে।
২৪ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫০
ফারহানা শারমিন বলেছেন: সম্ভবত ষষ্ঠ শ্রেণি থেকে। তখন থেকে একটা ছেলের সাথে সম্পর্ক।
৪| ২২ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: অদ্ভুত।
২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩০
ফারহানা শারমিন বলেছেন: মানুষ মাত্রই অদ্ভুত
৫| ২৫ শে জানুয়ারি, ২০২২ ভোর ৫:০১
কবিতা ক্থ্য বলেছেন: আজিব ময়েরে বাবা..
প্রকৃত কারন না জেনে মম্তব্য করে ফেললাম।
দুঃখিত।
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ দৃষ্টি আকর্ষণ শারমিন আপু ভাল থাকবেন---