![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
একটা গল্প বলি?
না থাক এখন বলবো না।
এখন বললে ট্রাজেডি জমবে না। আপনাদেরও ভালো লাগবে না। আপাতত নায়িকা নজরবন্দি আছে। সে কোথায় যায়, কি করে কয়বার হাঁচি মারে৷ কয়বার কাশি মারে, জানালা দিয়ে তাকায় নাকি, কারো সাথে কথা বলে নাকি , সব বিষয়েই কড়া নজরদারি! এই কড়া নজরদারি ভেতরেও তার লেখা থেমে থাকে না, স্বপ্ন বুনা থামে না। নতুন কিছু করার, শেখার আগ্রহ থেমে থাকে না।
ধুত্তেরি ছাই! গল্প হয়নি তাই না?
আরে! ট্রাজেডি কই?
অপেক্ষা করেন।
তার সাইকো বর, যদি কোনদিন মেরে ফেলে। সেদিন কাহিনি জমবে ভালো।
সেদিন আমার কষ্ট করে লিখতে হবে না। আপনারাই লিখতে থাকবেন।
আহারে! এমনটা কেন হলো রে!
আগে যদি কিছু করতে পারতাম রে!
২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২২
ফারহানা শারমিন বলেছেন: ধরে নেন দুইটাই
২| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: ফাঁকিবাজি পোষ্ট।
২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২২
ফারহানা শারমিন বলেছেন: হা হা হা
৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৭
গেঁয়ো ভূত বলেছেন: তারপর কি হলো আপুনি?
০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩
ফারহানা শারমিন বলেছেন: কি জানি রে ভাই!
৪| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: ট্রাজেডি জমার অপেক্ষায় থাকাটা ঠিক হবে না। তার আগেই গল্পটা বলে ফেলুন!
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১১
ফারহানা শারমিন বলেছেন: মানুষ তো শুধু ট্রাজেডি খুঁজে!
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৫
মনিরা সুলতানা বলেছেন: শিরোনাম লিখতে চাওয়া একজন, একদিন নিজেই শিরোনাম হয়ে গেলো খবরের।
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩
ফারহানা শারমিন বলেছেন: আপু কেমন আছেন? আপনি আমার ফেইস বুক আইডিতে যুক্ত আছেন। ভাইয়ার ব্যাপারে যা কিছু জানলাম , তাতে গর্বে বুক ভরে গেছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৪
মিরোরডডল বলেছেন:
গল্প না স্বগতোক্তি?