নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
ও বাজি!
গরম ফরের যে কেইল্লে?!
এই জীবনত নতো দেখি
গরম আজিয়ের ডইল্লে!
কানা মাছি ভোঁ ভোঁ
যারে পাবি তারে ছো( শিশুকন্ঠে)(তার বাচ্চারা উঠানে খেলে)
ছোঁয়া ছোঁয়ি দূর গড়(ধাক্কা দিয়ে)
বাসাত যাই হাম গড়।
আম্মাজানের সেবা গড়।
ও বাজি! গরম ফরের যে কেইল্লে!
আকাশেতে লক্ষ তারা
তুই তো সুইয্য
উগ্গেরে!
জীবনে তো নো তো দেখি
তোর ডইল্লে জারগে
আর ওগ্গেরে!তুই তো আঁরর বাড়ির
শিমুল তলার ল্যাদ্দের
ফোলার নানি এ না
চব্বিশ ঘন্টা চেতি থাকছ!
বেগ্গুনেরে জ্বালাই মারছ!
ও বাজি! কোল্ড ড্রিংক
খাছো না!
এক্কানা মেঘের আড়ালে যাছো না!
ও বাজি গরম ফরেয্যে কেইল্লে!
গাছ কাটি সবার গড়ি আঁরে কা দোষ দিতে লাইগ্গো?(সূর্য)
বাজিরে! খান টানা খাইদ্দে বন্দা
এইবারের নানি মাফ গড়ো।
কান্নাকাটি ন গড়ি বৃক্ষ রোপণ
শুরু গড়ো।(সূর্য)
ও জানুর মা!(ঘরের দিকে তাকিয়ে)
কোদাল গান এক্কানা বাইর গড়ি আনো।
গাছ লাগাইতাম যামু চলো।
বাজিরে গরম ফরের যে কেইল্লে!
ফারহানা সারমিন
( গতকাল রাতে গরমে না ঘুমিয়ে গানটা লিখছি। আজকে সারাদিন চেষ্টা করেও একটা গায়ক খুঁজে পাইলাম না)
১৪ ই মে, ২০২৩ সকাল ৯:২৮
ফারহানা শারমিন বলেছেন: মাথায় ভূত চেপেছে নিজের লেখা নাটকগুলির একটা গতি করবো। এইজন্যে ব্লগে কম সময় দিতে পারছি।এটা চাঁটগাইয়া ভাষা।
আপনার জন্যে শুভকামনা।
২| ০৯ ই মে, ২০২৩ রাত ১০:৫৮
ডার্ক ম্যান বলেছেন: চট্টগ্রামের ভাষা কিছু বুঝি না।
১৪ ই মে, ২০২৩ সকাল ৯:৩০
ফারহানা শারমিন বলেছেন: আহারে! এত সুন্দর একটা ভাষা! শুভকামনা রইলো।
৩| ১০ ই মে, ২০২৩ রাত ১২:০০
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: গরমত যদি এডইল্লা কবিতা বাইর অ তইলে গরম ইয়ান তো গম জিনিস অইবু !
আপনি কয়েকটা জায়গায় "কর" লিখেছেন সেখানে গড় , যেমন " বাসাত যাই কাম গড় " হবে এখানে কামের বদলে হাম হবে !
সে যাকগে কবিতাটা দারুণ হয়েছে । এটাকে কবিতা বলছি কারণ এখনও সুর দেননি বলে । তবে গান হিসেবে দারুণ হবে !
ওউগ্গ চাঁটগাইয়া যুবকত তুন শুভেচ্ছা জানিবেন !!
১৪ ই মে, ২০২৩ সকাল ৯:৩৩
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আমি এই ভাষায় দূর্বল।ঠিক করে দিচ্ছি। শুভকামনা রইলো।
৪| ১০ ই মে, ২০২৩ দুপুর ১২:৩২
কিরকুট বলেছেন: দাঁতের শক্তি বৃদ্ধি করে আসি । তারপর এটা পড়তে হবে । মনে হয় ভালোই হয়েছে । না বুঝলে সবই সুন্দর !!
১৪ ই মে, ২০২৩ সকাল ৯:৩৫
ফারহানা শারমিন বলেছেন: বুঝলেও সবই সুন্দর। লং চিবোতে পারেন। দাঁতের জন্যে ভালো। শুভকামনা রইলো।
৫| ১০ ই মে, ২০২৩ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: আঞ্চলিক শব্দে আমি একদম কাঁচা।
১৪ ই মে, ২০২৩ সকাল ৯:৩৭
ফারহানা শারমিন বলেছেন: সব আঞ্চলিক শব্দেই? শুভকামনা রইলো ভাই
৬| ১০ ই মে, ২০২৩ বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: জটিল।
১৪ ই মে, ২০২৩ সকাল ৯:৩৮
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। হুমায়ুন স্যারের ছবিটা দেখলে মন ভালো হয়ে যায়। শুভকামনা রইলো ভাই।
৭| ১০ ই মে, ২০২৩ রাত ১০:৩৯
জটিল ভাই বলেছেন:
সাধারণ হয়নি প্রিয় আপি
১৪ ই মে, ২০২৩ সকাল ৯:৩৯
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২৩ রাত ১০:৫২
শেরজা তপন বলেছেন: এই গরমে বেশ কখানা গরম গরম কবিতা আসছে
অনেকদিন পরে আপনাকে দেখলাম। এটা কি চাঁটগাইয়া ভাষা?