![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
আমার তৃতীয় কাজ : সংসার নামের গাড়িটা।
https://youtu.be/A3NlDupeq3U?si=o1JDPMVJ-e4p0n0-
সবাই প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে এই পাগলিটার পাশে থাকবেন।।
২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২২
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। দেখার জন্যে আর এখানে লিংক শেয়ার করার জন্যে।
২| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:১২
সাড়ে চুয়াত্তর বলেছেন: কালকে দেখে মন্তব্য করবো।
২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৩
ফারহানা শারমিন বলেছেন: আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম
৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:০৮
রাজীব নুর বলেছেন: লিংকটা সঠিক নিয়মে দিতে হবে।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:১১
রাজীব নুর বলেছেন: লিংকটা যথাযথ নিয়মে আপনি দিতে পারেন নি।
২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২৩
ফারহানা শারমিন বলেছেন: খুবই দুঃখিত ভাই
৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৬
শেরজা তপন বলেছেন: মোট লেন্থ ১৪ঃ৩৯ মিনিট! এটা সম্ভবত নাটিকা কিংবা শর্ট টেলফিল্ম। মুল অভিনেতা বাদে কাউকে চিনি না। তবে অভিনেত্রীকে একটু চেনা মনে হল।
সব মিলিয়ে ভালই লেগেছে। কিন্তু বাবা আর অফিসের বসকে ভাল লাগে নি, বাবার অভিনয়ে বেশ জড়তা ছিল আর অফিসের বসকে তার চরিত্রে বেমানান লেগেছে। অভিনেত্রীর অভিনয় বেশ ভাল তবে গ্লামারহীন। সাউন্ড, দৃশ্যায়ন, সেট আপ, লাইট বেশ ভালই মনে হল। পরিচালনায় দুর্বলতা আছে - বিশেষ করে বখাটেদের অভিনয় অতিমাত্রায় কাঁচা ছিল আর তাদের ছ্যাচড়া পকেটমার ছিনতাইকারী টাইপের মনে হয়েছে। অভিনয় শিল্পীরা বেশিরভাগই ফ্রি অথবা চা-খাবারের বিনিময়ে কাজ করেছেন বলে মনে হল। পরিচালক পার্শ্ব চরিত্রের জন্য অভিনয়গুণ বা সঠিক অভিনয় শিল্পী নির্বাচনে ব্যার্থ হয়েছেন- তবে টাকা বাঁচিয়েছেন।
মন খারাপ করবেন না; আপনার কাহিনী ও নাট্যরূপ ১০ এ ৬ পাবে আমার বিচারে।
২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২১
ফারহানা শারমিন বলেছেন: প্রতিটা কথা ই সত্যি।
পরিচালক শুটিং এর আগের রাতে একটা, দুইটার দিকে সম্ভবত শ্বশুর, বস, শিশু চরিত্র, বখাটে এদের কাস্ট করেন।
শর্ট ফিল্মটা চট্টগ্রামে হওয়ার কথা ছিলো। সেভাবেই প্রিপারেশন নেয়া ছিলো সবকিছু। কিন্তু হরতালের কারণে ওরা এখানে আসতে না পারাতে সব এলোমেলো হয়ে যায়। আর যে অভিনেতারা নিশাত আর নিশাতের হাজব্যান্ড চরিত্রে অভিনয় এর কথা ছিলো। ওদের দুইজনের ওপরই বাটপারির জন্যে আমি ক্ষ্যাপে ছিলাম। তাই তাদের বাদ দিয়েছি।
নিশাত চরিত্রে অভিনয় করা আয়মান শিমলা ওটিটি প্ল্যাটফর্ম, মাই স্যালফ এ্যালেন স্বপন এ এ্যালেন স্বপন এর বউ
আর গুটি তেও অভিনয় করেছেন। সেখানে তার নামটা ভুলে গেছি।
সমাপ্তি ভাই খুব আন্তরিকভাবে কাজ করেছেন।
পরিচালকের এটা পাঁচ/ ছয় নাম্বার কাজ।
উনার সাথে যে এ পর্যন্ত যে দুইটা কাজ হয়েছে। দুইটা তেই মনে হয়েছে প্রোডাকশন এর আগে হোমওয়ার্ক কম হয়ে যায় ওনার। কিন্তু আন্তরিকতার অভাব নেই।
আমার কথায় উনি তিন চারবার এডিট করেছেন। ফিল্ম টা।
মার্কিং এ আমি খুশি।
দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।
আমার সবগুলি চিত্রনাট্য আমি এভাবে কমপ্লিট করতে চাই।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:০৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখে এলাম সাথে ১১৭ তম লাইক দিয়ে এসেছি।
সাথে রইলাম।
২৬ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২
ফারহানা শারমিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৫
এমজেডএফ বলেছেন: লিঙ্কটা সঠিকভাবে হয়নি! এখানে আবার দিলাম।
সংসার নামের গাড়িটা
নাটক ভালো হয়েছে।