নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হলাম ইচ্ছে ঘুড়ি মা ডাকেন যাদুর কাঠি বাবা ডাকেন মণি বুড়ি
এই দুইজন আমাকে বাটপারি করে পাঁচ লাখ টাকার বাজেট ধরিয়ে গোঁজামিল করে ধরিয়ে দিছে। একটু ভাবেও নি আমি টাকাগুলি কিভাবে আমি বিপদ থেকে উদ্ধার হবো। মাসে বারো হাজার টাকা কিভাবে ইন্টারেস্ট দিবো।
আমি এদেরকে শুধু ফেইসবুকে ব্লক করিনি আমি জানতাম ও আমার স্ক্রিপ্ট না ছয় করবে।
ঠিকই আজকে নায়িকা নাটক শেয়ার দিয়ে পরিচালককে ট্যাগ দিলো।
বুঝলাম আমার স্ক্রিপ্ট গোহামেল করে সে নাটক বানিয়ে ছেড়ে দিছে।
ফেইসবুকে নাম উল্লেখ না করে দুইটা গালি দিতেই হোয়াটস এ্যাপে কল দেয়া শুরু করছে।
আমি সব জায়গায়ই এদের দুইজনকে ব্লক মারছি।
মন মেজাজ এতো খারাপ গুছিয়ে লিখতে পারছি না।
কিছু স্ক্রিনশট দিচ্ছি।
এই পোস্টার এর জন্যে তারা আট হাজার টাকা কেটে রাখছে। এই বাজেটের বাইরে।
ইহতিশাম ভাই যে কাজই করেনি, সে দশ হাজার টাকা কেটে রাখছে।
১১ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১৫
ফারহানা শারমিন বলেছেন: যেহেতু ফোন দিচ্ছে। কিছু একটা বুঝ দিতে চাইবে ঐজন্যে
২| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ২:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার প্রশ্নটা হিরণ ভাই করে ফেলেছেন। আপনার ভাষ্যমতে উল্লেখিত ব্যক্তিদ্বয় অপরাধী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারেন। আপনার স্ক্রিপ্ট চুরি করে থাকলে কপি-রাইট আইনে মামলা করতে পারেন। তাদের অপকর্ম নিয়ে ফেইসবুকেই আপনি পোস্ট দিতে পারেন, নাট্যজগতের লোকদের ট্যাগ করতে পারেন যাতে তারা এদের অপকর্ম সম্পর্কে। এ অবস্থায় তাদেরই তো আপনাকে ব্লক করার কথা, উলটো আপনিই তাদের ব্লক করে থাকলে আপনার পোস্ট, বক্তব্য তারা দেখবে কীভাবে?
আমার যদ্দূর মনে পড়ে, তাদের দুর্নীতি, ইত্যাদি নিয়ে এর আগেও পোস্ট দিয়েছিলেন। শিল্পজগতে এত চুরি-বাটপারি, দুর্নীতি সত্যিই অপ্রত্যাশিত। যাই হোক, টাকা লগ্নির ব্যাপারে ভবিষ্যতে আরো সতর্ক থাকবেন আশা করি।
১২ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১০
ফারহানা শারমিন বলেছেন: ছোটবেলা থেকেই আমি খুবই গোবেচারা টাইপের এবং একই সাথে রাগলে মাথায় কন্ট্রোল থাকে না। তখন আর ভদ্র সারমিন ভদ্র থাকেনা। ভদ্রতা, মার্জিত আচরণের সাথে তার কোন সম্পর্ক নাই। এই সুযোগটাই খারাপ মানুষরা নেয়। এই ছেলে আগেও লাস্ট বার আমার মনে হইছে আমার কথা রেকর্ড করছে।
আমার সুবিধা মনে হয়নি, রুচিতেও দেয়নি তার সাথে কথা বলতে।
সে চাইলে কারো মাধ্যমে আমার কারো সাথে কথা বলতে পারে।আমার ছোটবেলা থেকেই ঝগড়ার সময় কোন কথা মনে পরেনা।
৩| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৩৫
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আরও বিস্তারিত জানাবেন প্লিজ। ঘটনাটা কী?
আর এই দুজনের নাম কী? আমিও ইদানীং দুই তিনটা নাটকের স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি। এদের নাম পরিচয় জানা থাকা উচিত।
১২ ই মার্চ, ২০২৪ সকাল ১১:১১
ফারহানা শারমিন বলেছেন: পরিচালক: রাহাত মাহমুদ
অভিনেতা: ইহতেশাম আহমেদ
৪| ১১ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: "বাঙালী শতভাগ সৎ হইবে এমনটা আশা করা অন্যায়। পঞ্চাশভাগ সৎ হইলেই বাঙালীর পুরস্কার পাওয়া উচিত" - হুমায়ুন আজাদ।
১২ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪৮
ফারহানা শারমিন বলেছেন: ভাই আমি শতভাগ সৎ বাঙালি দেখেছি।
আমাদের বিল্ডিং এর কেয়াটেকারও এদের থেকে সৎ।
৫| ১১ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
হাসান মাহবুব বলেছেন: ইহতিশাম ভাইকে আমি চিনি। তার নাম এবং বিশাল ছবি দিয়েছেন। কিন্তু তার অপরাধটা বুঝলাম না। সে কী করেছে? বিস্তারিত বলুন।
১২ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪৯
ফারহানা শারমিন বলেছেন: পোস্ট আকারে দিবো?
৬| ১১ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের একজন বিখ্যাত অভিনেত্রী, আমি, কাভা ভাই আপনাকে অনুরোধ করছিলাম। আপনি সে সময় বুঝেন নি। তখন যা বলছিলাম এখন প্রমাণ পেয়েছেন তো?
১২ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৫৫
ফারহানা শারমিন বলেছেন: আমি বুঝেছিলাম। জল ঘোলা করতে চাই নি।
টাকা পয়সার সমস্যাটা আমি অনেকটা গিলে নিয়েছিলাম। আমাদের দেশের মানুষের মধ্যে অভাবে পরলে সততা থাকে না।
অভিনেতাও সারাবছর টাকার সমস্যায় ভুগা নিয়ে নানা স্ট্যাটাস দেন।
পরিচালকও বলেছিলো সে ইভ্যালিতে ৭ লাখ টাকার ধরা খাইছে।
আমি ম্যানিফ্যাস্টেশন খুব মানি।
নিজের থটস গুলি ক্লিয়ার রাখি।
আমি পৃথিবীর কাছে কি চাই।
যা চাই, ঐটাতেই ফোকাস করি।
কিন্তু এই হারামজাদা আমার সন্তানতূল্য স্ক্রিপ্ট নিয়ে যা করলো, মানতে পারছি না।
অন্য স্ক্রিপ্টগুলি নিয়ে আতঙ্কে আছি।
৭| ১১ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি খুব বোকা নাকি অলস?
ইচ্ছা করলে ক্যানভা প্রো ব্যয়ভার করে এরকম পোস্টার নিজেই বানাতে পারতেন।
ক্যানভা প্রো লাইফ টাইমের জন্যে ৪৫০ টাকা।
১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৪
ফারহানা শারমিন বলেছেন: ক্যানভা প্রো আমি নিজেও ব্যবহার করি স্কুলের কাজে। সাথে আমার স্নেহতূল্য একজন ছোট ভাই আছে, তাকে যে ডিজাইন বলি, সে ঢাকায় বসে আমার কাজগুলি করে দেয়। যেহেতু আমি সারাদিন দৌড়ের ওপরে থাকি।
সেজন্যই যখন উনি পোস্টারে আট হাজার গেছে বলে আমি উনাকে বলি ভাই আমার ছোট ভাইকে বললে ফ্রি তে করে দিতো।
তখন উনি মিউজিক সহ অন্য বাহানা দেখায়।
মিউজিকেরও এই পোস্টারের মতো অবস্থা।
স্ক্রিপ্টের সাথে দূর দূরান্ত পর্যন্ত কোন সম্পর্ক নাই।
হালকা কতগুলি টুং টাং
।
৮| ১১ ই মার্চ, ২০২৪ রাত ১১:৫৮
মোহাম্মদ গোফরান বলেছেন: @হামা ভাইয়া
এই পোস্টের লেখিকা একজন স্ক্রিপ্ট রাইটার। নাটকের গল্প নিজেই লিখেছেন। এবং রাহাত সাহেবকে স্ক্রিপ্ট সেন্ড করেন। রাহাত সাহেব বলেন ৫ লক্ষ টাকা লাগবে। এবং বিখ্যাত কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীকে হায়ার করবেন বলে টাকা গুলো নেন। কিন্তু কোন খ্যাতি মান অভিনেতা অভিনেত্রী না নিয়ে কয়েকজন ইউটুবার নেন। এমন কি লেখিকার লেখা স্ক্রিপ্ট চ্যাঞ্জ করে একটা যেন তেন নাটক বানিয়ে দেন। সে নাটকে কোন অবস্থাতেই ১ লাখ ৫০ হাজার এর বেশি খরচ হওয়ার কথা না। কিন্তু নিয়েছে ৫ লক্ষ। লেখিকা নিজেত ১০ ভরি গোল্ড বন্ধক রেখে সে ৫ লক্ষ জোগাড় করে এবং গত নভেম্বর থেকে উনি ১২ হাজার টাকা করে ইন্টারেস্ট দিচ্ছেন।
এই হইল মূল কাহিনি।
৯| ১২ ই মার্চ, ২০২৪ ভোর ৪:০৮
সামরিন হক বলেছেন: ভবিষ্যতে আরো সাবধানী হবেন আশা করি।
১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:০৭
ফারহানা শারমিন বলেছেন: জানি নারে ভাই।
বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে থাকি।
ধরা খাইলে ফেবুতে, আর সামুতে এসে কান্নাকাটি করি।
সামু আমার আপনের চেয়ে আপন
১০| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:২৫
মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: আপনি স্ক্রিপ্টরাইটার বুঝলাম।আপনি মহিলা মানুষ হয়ে এমনটা করলেন সেটা বুঝলাম না।মহিলা মানুষ তো দোকানে গেলে ১০ দোকান ঘুরে একপিস ব্লাউজের কাপড় কিনে।এত সরল হওয়া অন্যায়।দৌড়ের উপর থাকলে আরও সংযম হওয়া উচিত।রোজার মাস আর কি বলবো! আপনার সাথে যা হয়েছে এটা ক্রিমিনাল অফেন্স।মানে সরাসরি ফ্রড।আপনার হাতে সব প্রমাণ আছে।বসে থাকবেন না।উল্টো ব্লক না করে প্রমাণ সংগ্রহ করেন।হামলা না করে মামলা করেন।মামলার খরচের কথা চিন্তা করলে কান্নাকাটি করে বসে থাকুন।ধন্যবাদ।
১১| ১২ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত দুঃখজনক।
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৬
নূর আলম হিরণ বলেছেন: যেখানে তারা আপনাকে ব্লক করে রাখার কথা, সেখানে আপনি তাদের ব্লক করে রেখেছেন কেন?