![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মারাত্ত্বক অলস মানুষ, কোনো কাজই পারিনা, কিন্তু তাও নিখুঁত না হলে কিছু খুতখুতে থাকে মন। মেজাজ সবসময় খিটখিটে থাকে, কিন্তু দেখে কেও বুঝবে :)\nএকা থাকতে বেশ পছন্দ করি।
প্রায় দিনেই আমার সকাল বেলা যখন কর্মস্থলে যেতে হয় তখন মনে হয় আজ তাড়াতাড়ি ফিরবো, অনেক দিন নিজের মত সময় কাটানো হয়না।
পারছিনা কোন ভাবেই।
পিঠে ল্যাপ্টপের ব্যাগ,কিছু বই, এক হাতে পানির বোতল আর খাবার, অন্য হাতে পার্স এই নিয়ে সবসময় পাবলিক বাসে উঠা নামা, আবার লেট নাইটে আসা।
এই দুই রাতে বাসায় পৌঁছে ল্যাপটপে কাজ করতে না করতেই ঘুমিয়ে পড়েছি।
এতো ক্লান্ত চিলাম!!!
মধ্যরাতে আম্মা ল্যাপ্টপের চার্জার আর মোবাইলের চার্জার সহ পেচানো অবস্থায় পেলো
যাহোক, আম্মু খুব বকা দিচ্ছেন আজ সকাল থেকেই।
একটা জিনিস খেয়াল করলাম কাজের মধ্যে থাকলে অনেক আজে বাজে চিন্তা থেকে মুক্ত থাকা যায়।
এমনকি কেও খোচা মারা কথা বল্লেও দেখলাম আসলে সময়ও তো নেই শোনার।
যাহোক, শোকরান আল্লাহর কাছে। আমার পথ চলা আসলে এতো মসৃণ না, অনেক অনেক কশট করে কিছু পেতে হয় ।
আমি ভাগ্য বলে কিছু তেমন বুঝিনা, আমার শুধু মনে হয়, আমার যেকোন কিছু পেতে খুব খাটতে হয়, আল্লাহ হালাল করে কিছু দেয় আমাকে।
আমি আজ বিশেষ কিছু পেতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। দোয়া করবেন ।
২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ দীপ্র ভাই। খেয়াল রাখবো
২| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬
এহসান সাবির বলেছেন: বিশেষ কিছু!!!!
দোয়া রইল।
(পাবার পর অনুভুতি জানতে চাই)
২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮
শারমিন রাবেয়া বলেছেন: হুম..
হয়া জানাব
৩| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল কিছু অর্জন হোক, দোয়া রইল ।
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ বন্ধু
৪| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: অনেক শুভকামনা রইল আপনার জন্য
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৩
শারমিন রাবেয়া বলেছেন: অনেক ধন্যবাদ রায়হান ভাই
৫| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫১
বাউল আলমগী সরকার বলেছেন: অনেক অনেক দোয়া রইল--
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪
শারমিন রাবেয়া বলেছেন: অনেক ধন্যবাদ বাউল ভাই
৬| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৩০
কসমিক- ট্রাভেলার বলেছেন:
বিশেষ কিছু কি, তা জানাতে ভুলবেন না কিন্তু।
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৫
শারমিন রাবেয়া বলেছেন: ঠিকাছে ভাইয়া কস্মিক ভাইয়া
৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: দীর্ঘ একটা বিরতীর পর আসলেন ব্লগে, এসেই শুভ সংবাদ
আমি আজ বিশেষ কিছু পেতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। দোয়া করবেন ।
বিশেষ কিছুটা বিশেষ ভাবেই ভাল হোক আপনার অনাগত দিনের জন্য এই শুভ কামনায়......
ভাল থাকুক আপনার প্রাণ তাতের দর্জিরা।
২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০
শারমিন রাবেয়া বলেছেন: বিরতি না, আসলে লেখার জন্যে যেটুকু সময় দরকার কেনো যেন পারছিলাম না।
নিজের ওয়েবসাইট এ আপডেট দেয়া, মেইলের উত্তর দেয়া থেকে শুরু করে শপ এ যাওয়া এখন ট্রেড ফেয়ারে অংশগ্রহন করে স্টলে সময় দেয়া, কাস্টমারের বক বকানি শোনা তো আছেই, সাথে টটাল ডিজাইনিং আর প্রোডাকশন দেখতে গিয়ে একটু ঝামেলা লাগছিলো।
আমি নিয়মিত লিখতে চাই এসব অজুহাতের বাইরেও
ইমতিয়াজ ভাই পাশে থাকবেন, দোয়া করবেন।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২০
জাফরুল মবীন বলেছেন: “কাজের মধ্যে থাকলে অনেক আজে বাজে চিন্তা থেকে মুক্ত থাকা যায়” -খুব দামী কথা বলেছেন।
আপনার কাঙ্খিত জিনিসের সফল প্রাপ্তি হোক দোয়া করি।
আমি আজ বিশেষ কিছু পেতে যাচ্ছি-পাওয়ার পর আমাদের সকলকে অন্ততঃ ২টা করে জিলাপী খাওয়াইতে ভুলিয়েন না।
২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৪
শারমিন রাবেয়া বলেছেন: ধন্যবাদ মবিন ভাইয়া।
২টা জিলিপী আমি খাওয়াতে রাজি, আপনাদের চট্টগ্রাম আসতে হবে। ভার্চুয়ালি খাওয়াবো?
৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬
জাফরুল মবীন বলেছেন: ভার্চুয়ালি খাওয়াবো? -ঠিক আছে তাই হোক! নাই মামার চেয়ে কানা মামা ভাল
আগামী ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস বেশ ঘটা করে পালন হতে যাচ্ছে।ঢাকায় কেন্দ্রীয়ভাবেও উদযাপিত হবে আশা করছি।অগ্রীম আমন্ত্রণ রইলো।অবশ্য আপনার চট্রগ্রামেও আঞ্চলিকভাবে আয়োজন হতে পারে।আপনি নিজেও চট্রগ্রামের আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পারেন।
১০| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০১
মূকতাদির সাকিন বলেছেন: আয়ুষ্মান ভব এবং শুভকামনা...
১১| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১:০১
মূকতাদির সাকিন বলেছেন: আয়ুষ্মান ভব এবং শুভকামনা...
১২| ১৩ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: বানানের দিকে সচেতন হতে হবে। যদিও আমার অবস্থাই ব্যাপক খারাপ।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
আলম দীপ্র বলেছেন: হুম ! লিখে চলুন ! শুভকামনা । আর বানানের দিকে একটু খেয়াল রাখবেন ।