![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচারকঃ নাম কি?
আসামিঃ কাদের মোল্লা
বিচারকঃ তা করছেন ডা কি?
আসামিঃ ৭১ এর গন্ডগোলের সময় শ'তিনেক মানুষ খুন করছিলাম। জোর কইরা আদর করছিলাম মহিলাদের। আর দুয়েকটা হিন্দুয়ানি লোকজন জবাই ।
এই সময় বিচারকের মনে ভাবোদয় হইল মহামতি সানি লিওনের সেই বিখ্যাত উক্তিঃ ''ধর্ষণ কোন অপরাধ নয়, ইচ্ছা অপ্রত্যাশিত সুস্বাদু যৌনমিলন!''
বিচারকের তৎক্ষণাৎ মনে হইল এই সামান্য দুষ্টুমির জন্য তাহাকে সর্বচ্চ শাস্তি সরূপ ১০০ বার কান ধরে উঠবস করালেই কেল্লা খতম। কিন্তু জনগনের প্রবল বাধায় বিচারক মোল্লা কাদেরের নুরানি চেহারার দিকে তাকিয়ে তাকে ১৫ বছরের কারাদণ্ড দিল। (হালার প্রথম বিচার খানই ঠিক আছিল,১০০ বার কান ধরে উঠবস করালেই কেল্লা খতম হইয়া যাইত, এখন দুষ্টুটাকে আমাগো জনগণের টাকায় ১৫ বছর ধইরা গুরুর কলিজা ভুনা খাওয়াতে হইব)
যায় হোক শুনলাম মোল্লা কাদেরের নাকি ১৩৮ পৃষ্ঠার একখান বিচারের রায় দিয়েছে। আমার ধারনা এই রায়ে ১৩৮ পৃষ্ঠার পুরোটাই শুধুমাত্র এই কথাটাই লেখাছিলঃ
কাদের মোল্লা - দুষ্টু একটা!
কাদের মোল্লা - দুষ্টু একটা!
কাদের মোল্লা - দুষ্টু একটা!
কাদের মোল্লা - দুষ্টু একটা!
কাদের মোল্লা - দুষ্টু একটা!
কাদের মোল্লা - দুষ্টু একটা!
কসাই কাদের সর্ম্পকে ভবিষ্যত বাণী-
কসার কাদের কয় দিন পর শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে অতঃপর তাকে স্প্রেশাল প্রিজনার সেলে রাখা হবে। এবং ঐ সেলেই আরাম-আয়েশে গরুর ভূনা আর নান খেয়ে জীবন কাটাবে।
বিচারাধীন বাকি দুষ্টুদের সম্ভাব্য রায়ের ফলাফলঃ
গোলাম আজমের সম্ভাব্য রায় : একাত্তরে দুষ্টুমি করার জন্য আদালত হালকা বকে দেবেন।
নিজামীর সম্ভাব্য রায় : মুক্তিযুদ্ধের সময় বেশি নখরামি করার জন্য ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড।
মুজাহিদের সম্ভাব্য রায় : ছয় মাসের জেল ও মৃদু বেত্রাঘাত।
সাঈদীর সম্ভাব্য রায় : একগুচ্ছ রজনীগন্ধা ও এক গন্ডা লাল গোলাপ। সাথে এক লিটার মেশিন অয়েল।
সাকা চৌধুরীর সম্ভাব্য রায় : আদালতে বেয়াদবি করার জন্য ও মুক্তিযুদ্ধে রাজাকারি করার জন্য ১ বছরের সশ্রম কারাদন্ড।
আমাদের সাথে সরকারের প্রহসনঃ
সরকার শুধুমাত্র তার নির্বাচনী ওয়াদা রাখতে আমাদের সাথে এই প্রহসনের রায় দিয়েছে। এর আগে পলাতক বাচ্চু রাজাকারকে ফাঁসির আদেশ দিয়েছে কিন্তু যে হাতের মুঠোয় আছে তাকে দিল কারাদণ্ড। কত্ত বড় প্রহসন!!!!!!!!!!!!!!
আমাদের দাবিঃ
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
সাদা রং- বলেছেন: আমাদের দাবি, প্রাণের দাবি।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: আপনার প্রতিবাদের ভাষার সাথে আমিও একমত.......................... জানেন, অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছি ভার্চুয়াল জগতে সবার সাথে প্রতিবাদে অংশগ্রহণ করব বলে। কিন্তু এখানে এসে এতোটা নিরাশ হলাম, কোনো ব্লগার এর পক্ষ থেকে তেমন কোন তীব্র প্রতিবাদ লক্ষ্য করছি না। কিন্তু আমি জানি সবার হৃদয়েই রক্তক্ষরণ হচ্ছে।
আপনার প্রতিবাদটি অনন্য অসাধারণ। সবার কাছ থেকে প্রতিবাদমূলক পোষ্ট চাই................
ধন্যবাদ।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
সাদা রং- বলেছেন: আমাদের সবার দাবি।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন:
এর চাইতে বড় রসিকতা বাংলার মানুষ আর দেখে নাই
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
তামিম ইবনে আমান বলেছেন: +