নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার!!!

শারমিন মিষ্টি

শারমিন মিষ্টি › বিস্তারিত পোস্টঃ

8-| 8-| 8-| চলুন, ৭১ এর মুক্তিযুদ্ধের সাধ মেটাবো শাহাবাগে গিয়ে 8-| 8-| 8-|

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

ছোট বেলায় বাবার মুখে যখন তাঁদের অংশ নেয়া মুক্তিযুদ্ধের কথা শুনতাম তখন মনে মনে আফসোস হত আমি কেন যুদ্ধে যেতে পারলাম না, কেনইবা এদেশের স্বাধীনতায় একটুকুও অবদান রাখতে পারলাম না। কিন্তু আজ শাহাবাগে গিয়ে মনের সে আফসোস দূর হয়ে গেল। :| :| সত্যিই এ যেন আরেক মুক্তিযুদ্ধ।তরুন সমাজ যেন এ সুবর্ণ সুযোগ কোন মতেই হাতছাড়া করতে চাই না।আমার মত ওদেরও হয়ত আজ ৭১ এর যুদ্ধে অংশগ্রহনের ইচ্ছা পুরন হল।আসলে,যারা এখনো আসেননি বা আসতে পারেননি তারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না।আমি জানি যারা স্বশরীরে শাহাবাগে আসতে পারছেন না তাঁদের সবার মনই পড়ে আছে এখানে।

যায় হোক, সাড়ে তিনশো খুনের সাথে সন্দেহাতীতভাবে সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ার পরও ২০ বছরের জেল। সেই বছরগুলোও আবার ৯ মাসে। সুতরাং ২০*৯ = ১৮০ মাস = ১৫ বছর। তাহলে প্রতিটা খুনের জন্য গড়ে ০.০৪ (প্রায়) বছরের জেল হচ্ছে। তার মানে, এখন যে কয়জন রাজাকারের বিচার হচ্ছে ঐ ট্রাইব্যুনালে, তাদের সবাইকে যদি আমি নিজে হাতে খুন করে আসি, তাহলে আমার মোট সাজা হবে ০.৩২ (প্রায়) বছরের জেল। অর্থাৎ প্রায় চার মাস। এ আর এমন কী! কেউ আছেন আমার সাথে? B:-) B:-) B:-) B:-) B:-) B:-)



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

একজন অপদার্থ বলেছেন: আপনার আবেগ ভালো লাগ্লো ভাইজান :D আমি আছি ।

--------------------------------------------


দেশ নিয়া একটাই কথা-
*** এই জানোয়ারদের হত্যা করতে হবে***

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

নীল ভোমরা বলেছেন: সহমত!

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

ঘুড্ডির পাইলট বলেছেন:

জাতীর সাথে অনেক বড় একটা উপহাস করা হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.