নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

শেখ এম উদ্‌দীন

আমি বাংলাদেশি ....আমি বাঙালী....আমি মুসলিম....আমি বাংলার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ।

শেখ এম উদ্‌দীন › বিস্তারিত পোস্টঃ

আমি স্বপ্ন দেখিনা

১২ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৫

আমি যে স্বপ্ন দেখতে জানিনা তা কিন্তু নয়
আমি স্বপ্ন দেখিনা পেয়ে স্বপ্ন ভাঙ্গার ভয়
স্বপ্ন আমি দেখেছিলাম বায়ান্ন তে বাংলা ভাষায় কথা বলার আধিকার নিয়ে
আদায় ও করেছিলাম বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে
যার ফল ভোগ করল আমার বিধবা মা বিনা চিকিৎসায়ে অন্যর আশ্রয়ে থেকে মরে
তাও ভালো মায়ের আমার আশ্রয় মিলেছিল ব্যাপারী সাহেবের খুপরি ঘড়ে
চিননি আমায় আমি শহীদ জব্বারে যার নামে নাকি আজ দালান উঠেছে আমার প্রিয় ক্যাম্পাসে
সালাম, বরকত, রফিকের সাথে এখন আমি দেই আড্ডা
সেখানে থাকেনা তোমাদের বাংলিশ মিশ্রিত কোন রসময় বিষয়, আমরা আসলে ভুগি উৎকণ্ঠায়ে
বাংলারে সর্বস্তরে চালুর জন্য যে জায়গাতে দিয়াছিলাম মোরা জীবন
সেই ঢা বি তেই নাকি বাংলা চর্চা নিষিদ্ধ প্রায়, দাপ্তরিক ভাষা বাংলা তা তো মৃত প্রায়
তাইতো আমরা স্বপ্ন দেখতে পাই ভয়।

স্বপ্ন দেখেসিলাম ৬৬ তে যার জন্য বাঁচিয়াছিলাম নিজ শিস্যরে আগরতলা ষড়যন্ত্র মামলা হতে
বিনিময়ে স্বাধীন বাংলার প্রথম রাজবন্ধি হতে হয়েছিল আমারে সেই শিস্যরি হাতে
বুঝনি তুমি আমি মুজলুম জননেতা হামিদ খান ভাসানি যে
দেখেছিলাম স্বপ্ন নিয়া এই বাংলাটারে যাকে মনের মত করে সাজাব বলে জিবনভর করেছিলাম সংগ্রাম
সেই বাংলাতেই আমি নাকি এক অসফল নেতার নাম
চাই নাই কভু স্বীকৃতি চেয়েছি শুধু থাকুক বাংলা মায়ের দাম
এটুকুনও পেলাম না তাই আমি স্বপ্ন দেখা দিলাম ছাড়ান ।

দেখেছিলাম স্বপ্ন ঊনসত্তরের গনঅভ্যুত্থান এ হটাব শাসক গোষ্ঠীরে
ফিরাব বাংলা মায়ের প্রান, হাসি ফুটাব লক্ষ জনতার মুখে
দেখব কি করে তারা না দেয় আমার বাংলা মায়ের সম্মান
এই পন রক্ষায় ঢা বি এর ছাত্র হয়েও জন্মদাত্রী মায়ের কথা না ভেবে
দেশ মায়ের জন্য দিলাম পেতে বুকেরজমিন হায়েনার বুলেটেরে
রক্ষা করতে বাংলা মায়ের শস্যশ্যামলা জমিনেরে
ভাবছ তুমি কে আমি? আমি আমানুল্লাহ আসাদুজ্জামান
চাঙ্খার পুলের কাছে ২ হাত দূর হতে করেছিল গুলি মোর বুকে
ব্যাথা লেগেছিল কিন্তু বাংলা মায়ের হাসিভরা মুখের কাছে সে ব্যথা নহে যে কিছু
এখন যে আমি ব্যথিত আরও দেখে বাংলার বুক , যেখানে মরছে বাঙ্গালী হরহামেশাই
ভাবি কেন দেখেছিলাম স্বপ্ন, আর দেখবনা স্বপ্ন আমি কখনোই

কিন্তু পারলাম কই আবার দেখিলাম স্বপ্ন ১৯৭১ এ
ঝাপিয়া পরিলাম থ্রি নট থ্রি হাতে মোকাবেলা করতে মর্টারের গুলিরে
ঢাল বানিয়ে বুকের ছাতিরে
বিমান নিয়া পালালাম রেখে স্ত্রী সন্তানেরে হায়েনার মুখে
মায়ের ডাক যে অনেক বড় এই স্ত্রী সন্তানের চেয়ে
মায়ের বুকে আসার আগে ই পরতে হয়েছে মুখথুবড়ে শত্রুর আক্রমনে
তবুও দমিনি হারাইনি মনবল, চালাইয়া গিয়াছি দুইহাতে মেশিনগান
যতক্ষণ দেহে ছিল প্রান ট্রিগারে হাতের চাপ কমাইনি এতটুকুন
প্রানে বাঁচাইয়াছি বাংলা মায়ের সূর্য সন্তান এক প্লাটুন
হ্যাঁ ঠিকই ধরেছ তোমরা আমরা বীরশ্রেষ্ঠরা
যারা শুধু ঔটুকুনই পাইয়াছি তোমাদের কাছ হতে
চাইনি কিছুই তবুও মোদের কবরের জাএগা টুকুনও তোমরা দাবী কর তোমাদের বলে
দমিতে পারিনা অশ্রু জল যখন আজ ও দেখি হায়েনারে
দাপিয়া বেড়াতে ধ্বংস করতে আমাদের দেখা স্বপ্নেরে
মরছে বাঙ্গালী পুড়ছে গাড়ি, পুড়ছে বাড়ি, হারাচ্ছি স্বজন মোরা আজো
কি লাভ হল দেখিয়া রঙ্গিন স্বপ্ন দিয়া আত্মাহুতি
যদি বাংলা মা আজো কানে শুনে বুলেটেরই বানী?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ রাত ৮:২৫

শেখ এম উদ্‌দীন বলেছেন: আদম_ ভাই পরামর্শ তো নিষ্ফল হইল। :P

২| ১৩ ই মে, ২০১৫ ভোর ৬:২৪

শেখ এম উদ্‌দীন বলেছেন: আজ যে সামুতে কবিতার বাধ ভেঙে গেল গো।

এত কবিতার ভিড়ে আমারটি খুঁজে পাওয়া দায়
ইহা কি এমনি এমনি হইল নাকি কারো অভিনয়?

৩| ৩১ শে মে, ২০১৫ সকাল ১০:৪৬

শেখ এম উদ্‌দীন বলেছেন: Click This Link

৩১ শে মে, ২০১৫ সকাল ১০:৪৬

শেখ এম উদ্‌দীন বলেছেন: প্রথম আলোতে প্রকাশিত (দূর প্রবাস)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.