![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলার থেকে শুনতে ভালবাসি। আমি কথাই না কাজে বিশ্বাসী।
রবি সিম কোম্পানির নতুন বিঙ্গাপন দেখে বেশ মজা লাগছে, আরে তোদের যদি বঞ্ছিত শিশুদের উপকার করার ইচ্ছা হয় তবে কর ভাল কথা, কথা,কিন্তু তার জন্য আবার টাকা ভরার কথা কেন আসছে? এই যে বঞ্ছিত শিশুদের কে দিয়ে বিঙ্গাপন করায় নিজেদের ব্যাবসা বাড়াচ্ছ এটা কি তামাশার বিষয় পায়ছ। বঞ্ছিত শিশুরা জানে, না পাওয়ার কষ্ট টা কেমন লাগে ।আমরা মুসলমান আমাদের দায়িত্ব আনান্দ গুল কে অন্যদের সাথে ভাগ করে নেওয়া। যাদের ভিতর প্রকিত ইসলামের আদর্শ আছে তারা অবশ্যই এই রমযানের এবং ঈদের আনান্দ বঞ্ছিত শিশুদের সাথে ভাগ করে নিবে। >আমিন<
২| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২
বদলে যাই বলেছেন: যাদের ভিতর প্রকিত ইসলামের আদর্শ আছে তারা অবশ্যই এই রমযানের এবং ঈদের আনান্দ বঞ্ছিত শিশুদের সাথে ভাগ করে নিবে।
৩| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১২
জনাব মাহাবুব বলেছেন: বঞ্চিত শিশুদের কথা বলে নিজেদের পকেট ভারী করা আর কি?
৪| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
হেডস্যার বলেছেন:
...ধান্ধাবাজি ছাড়া কথা নাই।
৫| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
মোমের মানুষ-৩ বলেছেন: ভাই এ বিষয়টা আমারও খুব খারাপ লাগে......।একে তো তারা দরিদ্র, তাদের নিয়ে আবার করছে ব্যবসা
৬| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
এম. সৌরভ বলেছেন: শোনেন, মুচীর চোখ জুতায়, পোকার চোখ পাতায়, আর ব্যবসায়ীদের চোখ ব্যাবসাতেই থাকবে.... এর ফাকে কিছু করার চেষ্টা করে এই আর কি
৭| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
সুমাইয়া আলো বলেছেন: ডিজিটাল চুরি
তাই ত কোন এক লেখক বলেন,
মাগো এ কোন দ্যাশে আইলাম যেখানে রাষ্ট্র মাতা থেকে তার ডিমও চোর।
৮| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৪
শিমুল খান বলেছেন: অসংখ ধন্যবাদ সবাইকে, সেই সাথে পরবর্তী লেখা গুল পড়ার আমন্তরন।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
রাহুল বলেছেন: ভাইরে,সব যায়গায় ব্যাবসা আর ব্যাবসা।