![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলার থেকে শুনতে ভালবাসি। আমি কথাই না কাজে বিশ্বাসী।
আমিও একজন ছাত্রলীগের সদস্য তবে আমার কাছে কিছু বিষয় খুব-ই কষ্টের লাগে। যেমনঃ ছাত্রলীগে ছাত্রলীগে মারামারি করা,অবইধ ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিস্টানে বহাল থাকা, অসামাজিক কাজ করা,বিভিন্ন মাদক এর সাথে জড়িত, ইত্যাদি। মাঝে মাঝে মনে হয় সব ছাত্রলীগ কর্মীরা মনে হয় মূর্খ এবং অমুসলিম। দেশের সকল শিক্ষা প্রতিস্টানে এখন আমাদের ভাব মুরতির অবক্ষয় হচ্ছে।
আমাদের এই মুসলিম দেশে সব থেকে বেশি ঝামেলার কারণ যে ছাত্র দল টি, সেটি আর কেও না এখন এই ছাত্রলীগ, কিন্তু কেন? আমরা যারা ছাত্রলীগ করি তারা-ত সবাই অবশ্যই ছাত্র। আমাদের ভিতর ভাল-মন্দ জ্ঞান আছে তাহলে কেন আমরা লাগামহীন বদ্ধ পাগলের মত সমালোচনা মুলক কর্মকান্ডে লিপ্ত থাকব?
হাতেগুনা কিছু ছাত্রলীগ কর্মী আছে যারা এগুল সমর্থন করি নাহ কিন্তু এখন খারাপদের সংখ্যা এত বেশি হয়ে গেছে যে ভাল কর্মী গুল উঠতে পারছে নাহ মাথা উচু করে।
>>শিমুল খান<<<
২| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১৩
ভিটামিন সি বলেছেন: যাই হউক, এ জীবনে দেখা অনেক কুত্তার বাইরে একজন মানুষ দেখলাম। ভাই আপনারে গালি দেই নাই।
৩| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২১
নীল আকাশ ২০১৪ বলেছেন: ছাত্রলীগ শেখ সাহেবকে খাইছে - বাংলাদেশে রাজনীতি খাইছে, শিক্ষা ব্যবস্থা খাইছে, মেয়েদের ইজ্জত খাইছে, শেখ হাসিনারে খাবে - এখন খাওয়ার কিছু না পেয়ে একজন আরেকজনারে খাইতেছে।
৪| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১
শিমুল খান বলেছেন: একটু বেশি হয়ে গেল নাহ?আমরা মারজিত ভাষা বলি। সবাই আমরা মানুষ এটা মনে রাখার চেষ্টা করি।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৭:১০
হরিণা-১৯৭১ বলেছেন: শেখ সাহেবের মৃত্যুর অনেক ফ্যাক্টরের মাঝে ছাত্রলীগও আছে।