![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলার থেকে শুনতে ভালবাসি। আমি কথাই না কাজে বিশ্বাসী।
নামাজ কি শুধু একটি মাসের জন্য? নাকি অল্পকিছু দিনের নির্দিষ্ট কোন উদ্দেশ্য হাছিলের জন্য? যেমনঃ বাবা-মা এর বকা থেকে বাছা, নির্দিষ্ট কোন যাইগার নিয়ম মানার জন্য, পরিবেশ মানার জন্য।আমরা কি আসলে মুসলমান ? নাকি শুধু নামে মুসলমান? আমার মনে হয় এখন কাজের থেকে নামের মুসলমানের সংখ্যা অনেক বেশি।
ঈদের আগে যখন মসজিদে জেতাম তখন জাইগা পেতাম না, আর এখন যখন মসজিদে যাই তখন মনে হয় এলাকার মানুষ গুলা সব মরে গেছে।
নবী করীম (সাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) বলেছেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পাথক্য এই, মুসলমান নামায পড়ে আর কাফের নামায পড়ে না। কাজেই বেনামাযী কাফেরের মধ্যে গণ্য হয়ে যায়।
সারা দিন মাত্র ১৭ রাকাত নামাজ আদায় করলে পাশ মার্ক পাওয়া যায়, আর এই নামাজ পড়ার জন্য খুব বেশি হলে সমায় লাগে ৪৫ মিনিট, এই সমায়টুকু অনেক সমায় আমরা পায় না কিন্তু কোন টিভি অনুস্টান ভাল লাগলে সেটা শেষ না করে উঠি না তার জন্য অনেক সমায় কয়েক ঘন্টা লেগে যাই।
আমরা যারা মুসলমান তাদের কে বলছি আসুন একটু নামজের জন্য আগ্রহি হয়, নামাজ কে ভালবাসি তাহলে আল্লাহ খুশি হবে আর আল্লাহ খুশি হলে আমাদের জীবন যেমন শান্তি সুখের হবে আখিরাত ও ঠিক তেমনি সুখের হবে।
আমি শিমুল চেষ্টা করি আল্লাহর হুকুম আদায় করার আপনি করেন কি?
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
I am innocent 99% বলেছেন: হুম..। গুড......।+++