নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ইচ্ছা তাই লিখি নিজের মতো করে।

world of Tranquility

world of Tranquility › বিস্তারিত পোস্টঃ

অবৈশাখী কথন

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

বাংলাদেশে কাওমী মাদ্রাসার ছাত্র-ছাত্রী প্রায় ৫০ লক্ষ! পাঠ সূচী সম্পর্কে জানি বলেই বলছি- তাদেরকে দেশের ইতিহাস , ঐতিহ্য সম্পর্কে কোন ধারনা দেয়া হয় না। জীবনান্দের রূপসী বাংলার মায়ায় থাকলেও মরু ধূষর প্রান্তরের রুক্ষ প্রকৃতি একধরনের মরিচিকার অবতারনা ঘটায় তাদের চিন্তা শক্তিতে!

এত গেল একটি- এর আবার উল্টো রূপ যেন "ইংরেজী মাধ্যমের শিক্ষা প্রতষ্ঠানগুলো!! আধুনিকতার আড়ালে ক্রমাগত বিজাতী নির্ভরতার গড়ে তুলার পেছনে যেন এই মাধ্যমগুলো !! তাই আমাদের বঙ্গবন্ধু বা ভসানীর চেয়ে লিঙ্গকন বা নাপোলিয়ানের ওয়াটার লু যুদ্ধের আত্তত্যাগের কথাই যেন তাদের চোখে ভাষে। আর কর্পোরেট কালচার আর কেএফসি, পি্জা হাট যান ক্রমাগত দূরে নিয়ে চলেছে আমাদের সাধারণ শিক্ষার আদলে গড়ে ওঠা চেতনা বোধ। বাঙালীর পহেলা বৈাশাখ যেন আজ ভ্যালান্টাইনের মতই একটি বাণিজ্য বিস্তারের উপলক্ষ মাত্র। সাংষ্কৃতিক চেতনাবোধ সৃষ্টির প্রয়াস থাকলেও তা - আকিজ গ্রুপ বৈাশাখী উৎসব বা প্রাণ বৈাশাখী মেলার আড়ালে খুব কমই চোখে পড়ে!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.