![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।
কত দূরে যাবে তুমি?
চলে যাচ্ছো?
যাও, কত দূর যাবে তুমি?
যেখানে রাখবে পদ যুগল-
সেটাই আমার দৃষ্টি ভূমি।
যত সহজ ভাবছ চলে যাওয়া,
যাওয়া ততো সহজ তা নয়।
চলে গেলেও বুকে রয়ে যায়-
পুরনো স্মৃতি,বাজায় পিছুটানের সুর,
যাও দেখি,যেতে পারো কত দূর!!
ভোর সকালের চায়ের কাপে ভেজাচুলের দু’ফোটা জলকি মিস করবে না তুমি?
দুপুরবেলা লাঞ্চে বসে একটি ফোন কলের অপেক্ষা কি তোমার বুকে বাজবেনা?
বিকেলে বারান্দায় বসে সিগারেটের ধোঁয়া উড়িয়ে খুঁজবেনা কি আমার কাজল আঁকা তীক্ষ্ণ দুটি চোখ?
অথবা, মাঝ রাত্তিরে ঘুম ভেঙে তৃষ্ণা কাতর শরীরে কানে বাজবে না কি আমার অস্ফুট শীৎকার?
কতদূরে যাবে তুমি?
এই সব স্মৃতির টানে ফিরবেই আমার আঙিনায়, জানি আসবেই তুমি;
আসতে তোমাকে হবেই।
মিথ্যে হবে না – ভালোবাসাবাসির এইসব স্মৃতির নিঃশব্দ চিৎকার
কমল মামাকে, যিনি প্রেমপূজারি!
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০
রুদ্র জাহেদ বলেছেন: কতদূরে যাবে তুমি?

এই সব স্মৃতির টানে ফিরবেই আমার আঙিনায়,
জানি আসবেই তুমি;
আসতে তোমাকে হবেই।
মিথ্যে হবে না – ভালোবাসাবাসির এইসব
স্মৃতির নিঃশব্দ চিৎকার।
চমৎকার কবিতা।খুব ভালো লেগেছে।সাবলীল ভাষায় ভালোবাসার মিষ্টি আকুতি