![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।
তবে তাই হোক,
বিনিদ্র রাত্রি কাটুক
সঙ্গাহীন ভোর হোক
নিষ্প্রাণ সকাল যাক
আপ্রাণ এক দুপুর আসুক
মৃত্যুপুরীর মত সন্ধ্যা নামুক
অথবা-
শ্রাবণের অঝোর ধারার মত
একরাশ শান্তিহীন অশান্তির বিকেলে
তোমার কিংবা তার সাথে দেখা হোক
পাশ থেকে দাঁড়িয়ে চণ্ডীদাশ দেখুক সমস্ত কিছু
কিংবা শেক্সপিয়ার আউরিয়ে যান নতুন স্তবক
অথবা -
মহাকবি কালিদাস দেখুক সমস্ত কিছু
বা পাণিনি বলে যাক নতুন নিয়ম -
তোমার পরে আমি হলে উভয়ে মিলে....
তবু এই বিষণ্ণ রাত্রির বিষণ্ণতা মেখে নিয়ে
এই চন্দ্রালোকিত মহাশ্মশানে দাঁড়িয়ে
নিজের সমস্ত অর্জনের শপথ নিয়ে বলছি
তুমি যা চাও তাই হোক।
আমি বাধা দেব না,
একবার ঘুরেও তাকিয়ে দেখব না
সিদ্ধান্ত তোমার, জীবন তোমার।
আমরো যদিও খানিকটা জীবন আছে
তবুও বলছি - তবে তাই হোক
তোমার উঠোনজুড়ে বৃষ্টি নামুক
আমার নিষ্ফলা উঠান সেই বর্ষায় ভেসে যাক।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩
মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: কেন ভাই, ♥ কি বেড়াতে গেছে?
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪
কল্লোল পথিক বলেছেন: আমি বাধা দেব না,
একবার ঘুরেও তাকিয়ে দেখব না
সিদ্ধান্ত তোমার, জীবন তোমার।
আমরো যদিও খানিকটা জীবন আছে
তবুও বলছি - তবে তাই হোক
তোমার উঠোনজুড়ে বৃষ্টি নামুক
আমার নিষ্ফলা উঠান সেই বর্ষায় ভেসে যাক।
চমৎকার কবিতা ।শুভ কামনা জানবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২
মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই...
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮
বিজন রয় বলেছেন: খুব লেগেছে। আপনি ভাল লেখেন।++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২
মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: ধন্যবাদ জানবেন..
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
উঠোনে ষহান শুকাতে দেয়া হয়েছে!