![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।
আমার নিজের খুব লজ্জা করছে। ফেসবুক, অনলাইন, টেলিভিশন-টকশো জুড়ে কতো উচ্ছ্বাস কতো আবেগই না ছিল এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্তারের জন্য। অথচ বাস্তবে মেয়েটি যখন দেশে ফিরলো একটা ফুল নিয়েও কেউ দাঁড়ালো না। আমাদের স্পোর্টস বোর্ড নিশ্চয়ই জানতো কবে ফিরবে মেয়েটি। তাদের উচিত ছিল মেয়েটিকে স্বাগত জানানো। নিজেরা না পারলে তারিখটা জানাতো। আমরা সাধারণ মানুষজন গিয়ে দাঁড়াতাম।
অভিমানী মাবিয়া যখন বলে, - সবাই মুখে মুখে বলছে আমি দেশের সম্মান বাড়িয়েছি। কিন্তু কেউ তো আমার জন্য একটা ফুল নিয়েও দাঁড়িয়ে ছিলেন না; তখন বড্ড লজ্জা লাগে। এই ইটপাথরের শহরের খিলগাঁও সিপাহীবাগের ঝিলের ওপর টিনশেডের এক ঘুপচিঘরে থাকে মেয়েটি। চলুন না আমরা সবাই মাবিয়া মাহফুজাদের সম্মানিত করি।
সবাই মিলে ওদের বাসার সামনে ফুল আর ফুল নিয়ে দাঁড়াই। সবচেয়ে ভালো হয় যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওদের ডেকে অভিনন্দন জানান। আমি জানি আমাদের প্রধানমন্ত্রী সেটা করবেনই। ভালোবাসা মাবিয়া মাহফুজাদের জন্য। ওরাই আমাদের দেশের গর্ব, দেশের শক্তি।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪
সালেম সুহাইল তাহী বলেছেন: আমাদের ভালোবাসা দুদিনের!
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৯
মুদ্দাকির বলেছেন: উনি ঐ অবস্থায় বড় হয়েছেন বলেই ওয়েট লিফটিং এ কিছু একটা করতে পেরেছেন!
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: আমাদের দেশের গর্ব
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪
আরণ্যক রাখাল বলেছেন: এমনটা করা যেতে পারে
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: ওরাই আমাদের দেশের গর্ব, দেশের শক্তি।
++++