নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।একজন মানুষ হিশেবে সৎ, নির্লোভ, সত্যান্বেষী, সত্যবাদী হওয়াটা জরুরী হয়ে পরে বিশ্বমানবতার জন্য, সমাজের জন্য।

মৌতাত গোস্বামী শন্তু

মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।

মৌতাত গোস্বামী শন্তু › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকার প্রতি প্রেম নিদর্শন পূর্বক : তিনটি অদ্ভুত প্রেমের কবিতা

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৫



ছবি - ফেসবুক।

টান দাও আরো জোড়ে

টেনে নিচ্ছ?
নাও বাধা দেব না।
টানছ?
ভালো, আরো জোড়ে টান দাও
যাতে বাধা বিঘ্ন না থাকে।
শত বছরের এই গঙ্গা,
হাজার বছরের সেডিমেন্ট
আর সহস্র যুগের নীহারিকা ফেলে রাখার
কিংবা ছেড়ে দেবার মত সজোড়ে হাকাও।
টান দাও, আরো জোড়ে টান দাও।



প্রেমের প-ফলা

খাবে?
- হ
যাবে?
- হ
নিশ্চুপ
- না
খাবে?
- হ
যাবে?
- হ
দিবো না....
- যাও গা!




ওম! প্রেমিকা নমোহ


স্মরি, নমস্য।
ওম প্রেমিকাসহা!
হাতে খুন্তি, মুখে খৈ
রবীন্দ্রনাথ গেলেন কৈ?
ওম প্রেমিকাশান্তি নমোহা!
রুদ্রশান্তি, কালিকা শান্তি!
জগতের প্রেমিকাকূল শান্তি
নজরুল শান্তি, ঐশ্বরিয়া শান্তি
সানিয়া শান্তি , মাধুরী শান্তি
মধুবালা শান্তি , নার্গিস শান্তি
শান্তি শান্তি! মহামায়া শান্তি
প্রেমিকা শান্তি , প্রণয়দায়ীনী শান্তি
ভালোবাসায় শান্তি, প্রেমে শান্তি
ওম প্রেমিকা শান্তিহি।


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২১

আমিই মিসির আলী বলেছেন: বেশ বেশ
মজা পাইলাম।
ভালো লাগলো।
+++

২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

বর্ণিল হিমু বলেছেন: ও শান্তি শান্তি.....!
মন খারাপ তাও মজা পাইলাম.....!

৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:১২

ডা: শরীফুল ইসলাম বলেছেন: অনাবিল আনন্দ+++++++

৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১:১৫

জ্যোস্নার ফুল বলেছেন: সানিয়া শান্তি , মাধুরী শান্তি
মধুবালা শান্তি , নার্গিস শান্ত

মিয়া শান্তি, জিনা শান্তি
এ্যাটিলি শান্তি, অড্রি শান্তি :``>>

০৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪৮

মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: শেষের কয়ডা কই নাই তো!
উপ্রের কয়ডার জন্যেই তিনি গোস্বা করেছেন!

৫| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: অসাম! অসাম!!

আপনি পারবেন।
+++++

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

মৌতাত গোস্বামী শন্তু বলেছেন: কি পারবাম?

৬| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

উল্টা দূরবীন বলেছেন: খুব মজা পেলাম। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.