![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বলে ভুল করলেও নিজেকে মানুষই বলব আমি।
।।১।।
প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়,
আকাশ নির্বিকার, আকাশ কখনও নয়।
তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও,
হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।
।।২।।
আজতো কিছুই হলো না
কাল হবে এই ভেবে
আমি ও আকাশ জড়াজড়ি করে নিদ্রা যাই।
শুভ জন্মদিন কবি সাহেব!
২| ২১ শে জুন, ২০১৬ দুপুর ২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
জন্মদিনের শুভেচ্ছা
৩| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:০৫
শরতের ছবি বলেছেন: তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও,
হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও।
সুন্দর হয়েছে ।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৬ দুপুর ২:০৭
বিজন রয় বলেছেন: মাত্র ৭১?
উনাকে তো ৮১ মনে হয়।
হা হা হা.............
শুভেচ্ছা জন্মদিনের কবিকে।